DESHERPATRO

Saturday, January 11, 2014

কালঘুম ভাংবে কবে!! কবিতা -সিকদার----

কালঘুম ভাংবে কবে!!
=====∞======

আজিকে ঝড় বইছে
দাজ্জালের মহড়া উন্নীত হইছে,
ভাই ভাইয়েরে মারছে
দাজ্জালের অনুসারী সুখেই রয়েছে।

মোদের দিয়ে তারা কাজ করাচ্ছে
তারা তো মহা সুখেই আছে,
মরি আমরাই মরি বোকা হলেও
মহা বোকা আজ এরা মরিলেও।

আজিকে তুমি যাহা লয়ে লড়ছো
কুফরীতে  ডুবে তুমি তাহা করিছো।
একবার খুলো চোখ শ্রী নেহি বিপদের মহড়া
দাজ্জাল বাধিয়ে দিলো এ যেন চিরকালের ঝগড়া।

কহিতে কহিতে যাও তুমি সুখ চাহ
শান্তি কবু নাহি মিলে অন্তরে যেন দাহ।
ছুটছো কই পিছন ফিরে নাহি তাকাও
হেযবুত ডাকে তোমায় শান্তির মহড়া বানাও।

বারবার করিছো তাদের বাছাই
একবার দেখ করে হেযবুত কে যাচাই।
শান্তি এসলাম হবে আবার ইহা প্রভুরই দান
অন্যায় অবিচার হবে নির্মুল থাকিলে প্রভুর বিধান।

এই বিপদের ক্ষনে নেই তোমার নেতা
যতই দিন যায় সত্য নাহি দেখি অসততা।
একবার ডাকে তোমায় এ যামানার এমাম
মিথ্যের দুয়ার ভেদ করে সত্যের নিশান।

দু:খই নিয়ে থাকিতে চাহ তুমি
অন্যে খায় সম্পদ একি নয় তোমার ভুমি?
আর সময় নেই বসে থাকাই বৃথা
সত্য এসলাম গড়িতে ডাকছে এ যামানার নেতা।

কালঘুম ভেংগে একবার এসো বেড়িয়ে
সত্যে নিশান আনো ছিনিয়ে ,
দেখিবে শান্তির আসর বিশ্ব পড়িবে লুটিয়ে
এসো অন্যায় অবিচার লুপ্ত করে শান্তি দাও বিলিয়ে।

আমন্ত্রণ, সিকদার হাবিব।

No comments:

Post a Comment