তুমি বাংগালী কি জুটেছে তোমার ভাগ্যে?
সিকদার হাবিব----
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
বাংলায় জন্মেছি এর জন্য।
আমি কেন ধন্য বুঝিবার কিছু নাই
হিন্দের পুবে মোর দেশ তাহাতে শান্তি পাই।
রসুল বলিলেন হবে উথিত এসলাম
সহসাই আমি খুশিতে আত্মহারা হলাম।
আমি বিরলে ভেবে পাই
মন সায় দেয় না বেশি দিন নাই;
প্রভু জানে কখন কি হয়ে যায়।
না জানি কি বুঝি জাতির মোড় ঘুরে দাড়ায়।
আমি বুঝি যাহা সত্য তো হারাবার নয়
হবে এবার জয় সত্যেরই জয়।
করিবে তারাই যারা দুর্জয়
শহিদের নেশায় করিবে তাজা প্রাণ ক্ষয়।
মহান প্রভু বলিলো কেমনে ছেড়ে দেই,
কে যুদ্ধ করিছো আর কে কোর নাই?
তুমি থাক যদি বাংগালী বসে ঘরে
বিজয়ের নিশান আসবে কি করে?
সৌভাগ্যের পীড়িতে বসে যাচ্ছো কোথায়
ও আমার বাংলা মায়ের সন্তান ওৎ জানাও বিদায়।
মিথ্যে সাধীনতা দিয়ে তোমায়
খাচ্ছে দাজ্জাল চুষে তার থাবায়।
তুমি বাংলার সন্তান জুটেছে কি তোমার ভাগ্যে?
অন্যায় অবিচার হানাহানি জীবন তোমার দু:খে।
সময় গেলো ফুরিয়ে থেকোনা বসে
এবার জাগো বিজয় ছিনিয়ে আনো হাতে।
সিকদার----
No comments:
Post a Comment