DESHERPATRO

Thursday, January 9, 2014

দুর্দান্ত গতিতে আসছে"হেযবুত তওহীদ " কবিতা_সিকদার----

দুর্দান্ত গতিতে আসছে"হেযবুত তওহীদ "
কবিতা___________

বল বীর বল উন্নত মমশীর
বল ফকির বল মুরিদের পীর
চাল খাটাইয়া এসলাম কে করলো ক্ষীর।

বল চার তরিকা বল কাদেরিয়া
বল মোজাদ্দেদীয়া বল নকশেবন্দীয়া
বল পীর বল এক তরিকা গুলাইয়া কয় তরিকা।

বল মোওলবী বল দাড়ি-টুপি
বল ধব্জাধারী বল এলেমের অহংকারী,
ধবংস করিয়া দিছ এসলাম ঘরমুখী ।

বল ফতোয়াবাজী বল চালবাজি
বল এমামতি বল আয়াত বিক্রিকারী
জনগন বোকা বানাইয়া বলে এটাই এসলামি।

বল চার মাযহাবী বলো হানাফি
বল সাফি বল হাম্বলী
বল সীয় দীনকে খন্ডকারী বল তুমি জাহান্নামী ।

বল নামদারী বল এসলাম ধব্বংকারী
বল গীবতকারী বল নিন্দাকারী
বল সোনার এসলামি বল কেন করিলে বদনামী।

বল এসলাম কেন ধবংস ,বল ধব্জাধারী
বল ফেরকা কেন তোমার বংশ, বল বিনয়ী
গোরাবা হেযবুত চাহে সুযদীপ্ত এসলাম কায়েমী।

বল নারী বল হে ঘর বদ্ধিনী
বল মহিয়সী বল সুন্দরী রমনী
কে করিলো বন্ধি তোমায়, তুমি বলো এটাই এসলামি।

বল মন-মগজ ধোলাইকারী বল পাশ্চাত্যের পুজারী
বল মোওলবাদী বল তুমি মাছি মারা কেরানী
কি তন্ত্রমন্ত্র বানাইয়া দিলো সত্যি যেন এসলামি।

বল নাস্তিক বল পাশ্চাত্য অনুকরনকারী
বল জড়বাদী বল এসলাম বিরুধী
পাশ্চাত্যের হয়ে হইলে তুমি বস্তুবাদী ।

বল ঝংকার বল হুংকার
বল চাহি দুর্নিবার বল চাহি মরিবার
বল তাজা আমরাই বল নসর আল্লাহরই পুরষ্কার।

বল হুংকারী বল রনবীর
বল যুদ্ধ চাহী বল ভেংগে করবো চৌিচর,

বুকভরা সাহস নিয়ে মনে রেখে জীদ
দুর্দান্ত গতিতে আসছে হেযবুত তওহীদ।

হেযবুত তওহীদ, সিকদার-----

No comments:

Post a Comment