একদেশ, একমত, একজাতি – বাংলাদেশ
বুধবার, জানুয়ারী 15, 2014, (deaherpatro)
দিন বদলের ডাক এসেছে শপথ নাও সবাই
হিন্দু-বৌদ্ধ-মোসলেম নয় সবাই সবার ভাই।
ছুঁড়ে ফেলো সব বাদ-মতবাদ অসার তন্ত্র-মন্ত্র,
ধর্ম জাতির সীমানা প্রাচীর, গোলামির ষড়যন্ত্র।
অবিচার, সন্ত্রাস, দুর্নীতি হবে শেষ।
একদেশ, একমত, একজাতি- বাংলাদেশ।
স্বাধীন হোয়েও পরাধীন কেন আমরা এ ষোল কোটি?
পরোয়া কোরি না কোনো ভিনদেশী শত্র“র ভ্রুকুটি।
বত্রিশ কোটি হাতের শক্তি নয় মোটে কমজোর
যদি হয় এক সত্যের পথে, রাত হোয়ে যাবে ভোর।
মৃত্যুর পরে হয় জীবনের উন্মেষ।
একদেশ, একমত, একজাতি- বাংলাদেশ।
শান্তির তরে এত চেঁচামেচি এত সভা-সেমিনার
হয় না কিছুই, দিনদিন বাড়ে অন্যায় অবিচার
এসেছে জাতির ঘোর সঙ্কট জীবন মৃত্যুক্ষণ,
এখনই সময়- হও ষোল কোটি একজাতি একমন।
একটাই আছে পথ, বাঁচবে অবশেষ।
একদেশ, একমত, একজাতি- বাংলাদেশ।
See more at: http://desherpatro.com/2014/01/15/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#sthash.xxGewbdW.dpuf
No comments:
Post a Comment