DESHERPATRO

Thursday, January 16, 2014

দীর্ঘ আঠারো বছর

দীর্ঘ আঠারো বছর
থেকে আমরা যে কথাটি মানবজাতিকে বোলে আসছি তা হোল, জাতীয়

আন্তর্জাতিক সকল পর্যায়ে এই যে অশান্তি বিরাজ কোরছে এই
অশান্তি থেকে বাঁচার জন্য যত রকমই পথ খোঁজার চেষ্টা করা হোক
না কেন, এর
কোনটাই মুক্তির সঠিক পথ নয়। মুক্তির সঠিক পথ হোচ্ছে আল্লাহর
দেওয়া সত্যদীন। যেহেতু মানুষের স্রষ্টা আল্লাহ, তাই আল্লাহই জানেন
মানুষের
শান্তি কিসে আসবে। তাই তিনি প্রতি যুগে তাঁর নবী রসুলদের
দিয়ে পৃথিবীর
বিভিন্ন অংশের বিভিন্ন জাতির জন্য জীবনব্যবস্থা, দীন
পাঠিয়েছিলেন। এরই
ধারাবাহিকতায় আল্লাহ শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মোহাম্মদ (দ:) এর
উপরে দান
কোরেছিলেন শেষ জীবন বিধান সম্বলিত মহাগ্রন্থ আল কোর’আন। এই
শেষ জীবন
ব্যবস্থাটি আল্লাহ দিয়েছেন সাদা-কালো, বাদামী, তামাটে,
বাঙালী,
ইংরেজী, পার্সি, আরব, আফ্রিকি, রুশ, চৈনিক এক কথায়
পুরো মানবজাতিকে একটি জাতিতে পরিণত কোরে সুখময়, শান্তিময়,
নিরাপদ,
প্রগতিশীল অর্থাৎ আত্মিক ও বাহ্যিক ভারসাম্যে পূর্ণ
একটি বিশ্বব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। এটা কোরতেই
রসুলাল্লাহ
(দ:) এমন এক বিষ্ময়কর বিপ্লব সৃষ্টি কোরেছিলেন যে, মাত্র কয়েক বছরের
ব্যবধানে তদানিন্তন অর্ধ পৃথিবীতে সেই শান্তিময় বিশ্বব্যবস্থার
মডেল,
নমুনা দেখা দিয়েছিল।দুঃখজনক বিষয় হোচ্ছে গত তেরশত বছর ধোরে এই
সত্যদীনটি তার প্রকৃত রূপ হারিয়ে ফেলেছে। অতি বিশ্লেষণকারী,
ধর্মজীবি আলেম শ্রেণী ও ভারসাম্যহীন আধ্যাত্মিক সুফিবাদী পীরদের
কবলে পড়ে এই সত্যদীনও অন্যান্য আর দশটা ধর্মের মত ব্যক্তিগত
ধর্মবিশ্বাসে পরিণত হোয়েছে। সেই হারিয়ে যাওয়া প্রকৃত এসলামের
আকীদা,
আত্মা মহান আল্লাহ আবার দয়া কোরে টাঙ্গাইলের
ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান, এ যামানার এমাম, এমামুয্যামান,
The
Leader of the Time জনাব মোহাম্মদ বায়াজীদ খান
পন্নীকে বুঝিয়ে দিয়েছেন।
তাঁর পক্ষ থেকে হেযবুত তওহীদ মানবজাতিকে বোলছে, “এই অশান্তিময়
অবস্থা ও
আসন্ন বিপদ থেকে রক্ষা পেতে সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহকে জীবনের
একমাত্র
এলাহ, হুকুমদাতা হিসাবে মেনে নেওয়া ছাড়া আর কোন বিকল্প পথ
নাই।”

No comments:

Post a Comment