DESHERPATRO

Sunday, December 29, 2013

রাসুলের ওফাতের ৬০/৭০ পর কেন জেহাদ ত্যাগ কোরলো?

আল্লাহর আইন সারা দুনিয়ায় প্রতিষ্ঠার উদ্দেশ্য কে সামনে রেখে যাই করা হবে তাই আমলে সালেহ(সতকর্ম) , আল্লাহ রাসুলের নিষেধ ব্যতীত,যা আছে তাই সতকাজ ।

রাসুল আসলেন সারা দুনিয়ায় ভুল আইন ভেংগে সত্য আইন, সংবিধান প্রতিষ্ঠার দায়িত্ব পেলেন। সারা আরবে কোরলেন এরপর আল্লাহ তাকে(দ) নিয়ে গেলেন পরে উম্মতে-মোহাম্মদীরা

অর্ধেক দুনিয়ায় আল্লাহর সংবিধান প্রতিষ্ঠা কোরলেন।রাসুলের ওফাতের  ৬০/৭০ বছর পর জাতিগত ভাবে জেহাদ ছেড়ে দিলো।

রাসুল বোলেছেন - আমি যা কোরে গেলাম অর্থাৎ জেহাদ (আল্লাহর সংবিধান -আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা) , এটা আমার সুন্নাহ -আদর্শ, রীতি। যা কোরে গেলাম, এই সুন্নাহ ত্যাগ কোরবে, জেহাদ যারা ত্যাগ কোরবে তারা আমার কেউ না আমি (মোহাম্মদ (দ)) তাদের কেউ না।

রাসুলের ওফাতের প্রায় ৬০/৭০ বছরের পরে এসে এরা জেহাদ বাদ দিলো।  সুন্নাহ, জেহাদ ত্যাগ কোরলো। তাইলে রাসুলের কথা অনুযায়ী আজ ১৩০০ বছর পার হোয়ে গেলো কোথায় সে সুন্নাহ, কোথায় সে জেহাদ?

রাসুলের কথা অনুযায়ী আমরা রাসুলের কেউ না। আর যদি আমরা রাসুলের কেউ না হোয়ে থাকি তাইলে উপায় আছে কি?

আল্লাহ সবাইকে সেই সত্য মোজাহেদ, উম্মাতে-মোহাম্মাদী হোওয়ার তাওফীক এনায়েত করুক। (আমিন)

visit -www.desherpatro.com
(ধর্মব্যবসায়ীদের চিনতে)
Youtube visit করুন -DHORMO BEBSHA

No comments:

Post a Comment