DESHERPATRO

Friday, August 9, 2013

মোহাম্মদ বিন আব্দুল্লাহ (দ)বিজ্ঞানীদের জনক।

মোহাম্মদ বিন আব্দুল্লাহ (দ)বিজ্ঞানীদের জনক।

একজন সাধারণ মোসলেম বিজ্ঞানীর চেয়েও মহাবিজ্ঞানী, তফাৎ এই জায়গায় বতমানের বিজ্ঞানীরা স্রষ্টার আস্তা হারিয়ে একপেশে ভারসাম্যহীন হয়ে গেছে। সাত আসমান তবক আছে একজন মোসলেম এগুলো বিশাস করে তাও মন প্রান দিয়ে। কারন সে জানে তার স্রষ্ট্রা আল্লাহ্‌ এগুলো বানাইছেন।আর বিজ্ঞানীরা ওই স্রষ্টার বানানোগুলোই আবিষ্কার করে তাহা মোসলেম রা জানে 1400 বছর আগে থেকে। আজ এরা আবিষ্কার করে আরো স্রষ্টার অস্তিত্ব বাদ রেখে।

তাইলে বতমানের এরা বিজ্ঞানীর নামে বুয়া।  এদের চেয়ে মহাবিজ্ঞানী একজন সাধারণ মোসলেম।আর মোহাম্মদ (স) এই সাধারন মোসলেম ও তথাকথিত বিজ্ঞানীদের জনক।

সব বিজ্ঞানীর পিতা নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ (দ)
কেননা আল্লাহ আল্লাহ রাসুল (দ) কে বিজ্ঞানের সব শিক্ষা দিয়েছিলেন।
কিন্তু বত্মানের বিজ্ঞানীরা মোসলেম বিজ্ঞানীদের নাম বাদ রেখে নিজেদের নাম লাগিয়ে প্রকাশ করে তারা মহাবিজ্ঞানী বরং এরা মহা ভন্ডামী।
আজ মোসলেম রা জানে যে ইহুদী-খ্রিস্টান রাই মহাবিজ্ঞানী ভুল। কারন এরা যদি মোসলেম দের কাছে বিজ্ঞান না চচা করতেন ,তাইলে তাদের আজ আমরা যে রকম সে রকম হতে হতো। যা হওয়ার কথা ছিলো আমাদের তা হলো ইহুদী-খ্রিস্টান।

কারন আমরা ফতোবাজী র দল হয়ে গেছি, চুলছেরা বিশ্লেষনে আমরা মহাবিজ্ঞানী কিন্তু আমরা জ্ঞান অরজন বাদ দিয়া মহা মোওলবী।

হায় আফসোস!!!

No comments:

Post a Comment