গড়িবো রাংগাপ্রভাত-*মোরা হেযবুত*এনশা'আল্লাহ
_________কবিতা--------
আমি 13 দফা উদ্দেশ্য কি জানিনা
আমি জামাত গনতন্ত্রই এসলাম অন্যকিছু মানিনা।
আমি পীর মোওলবী পয়সা নেওয়া আমার কাজ
কোরানের আয়াত বেচা দিতে দিতে নেহি মোর লাজ;
কত জায়গায় করিলাম ওয়াজের বায়না
আল্লাহর নিষেধ সত্তেও মোওলবী কি পয়সা খায়না?
প্রভু বলিলো তুচ্ছও খেয়োনা আগুন খাও
কোরানের বিরুদ্ধে নিজের সারথে ফতোয়া বানাও?
1300 বছর হইলো পার মোসলেম মরে শেষ
আজ তোমরা মহা মোসলেম বেশ বেশ--
এই যে দেখো আছে আমার ইহুদী দাড়ী
মা বোন ধষন হোক তবুও আমি খেদমতকারী।
আমি মোওলবী আমি ভীরু পরাও মারকী পরাও শাড়ী
আমি চাহি না যুদ্ধ কোনমতে বেচাকেনা করেই পারি।
আমি হক্কানী তাহা পকেটে লয়ে পয়সার লোভে ঘুড়ি
এখানে সেখানে আয়াত বেচা দিতে পারলে বাহাই ভুড়ি।
চালান ছাড়া ব্যবসা এর চেয়ে সহজ কি?
হেযবুত এই সত্য বলে তাদের নাকি আজগবি।
আল্লাহ যদি চালান হেযবুত তওহীদ
আছে কি কোন শক্তি করিবে নির্জীব?
প্রভু যদি থাকেন সহায় করিবো ধবংস বেদাত
আমরা হেযবুত তওহীদ সহসা গড়িবো রাংগাপ্রভাত ।
হেযবুত তওহীদ ______সিকদার----
No comments:
Post a Comment