DESHERPATRO

Tuesday, August 6, 2013

তুমি অকৃতজ্ঞ জাতি

তুমি অকৃতজ্ঞ জাতি

তুমি কিসে মোসলেম তোমার কাম কি
উদ্দেশ্যহীন তুমি নিথর জাতি

মরে মরুক রহিংগা মোসলেম
তোমার কি,তোমার দরকার বিশ্রাম

পারো ঘুম তুমি কাপুরুষ
মনে করো পার পাবে তুমি সন্তোষ?

আর কতদিন তুমি পারবে ঘুম
অবজ্ঞা করিলে যে লানত কালে তুমি নিঝুম।

সহসা চোখ কান বুঝিয়া পার পাবে
ঘনকালো কালমুখী মেঘ তোমায় খাবে।

প্রভুর বিধান যাহা তুমি করিবে
শান্তিমগ্ন ফল পরপারে পাইবে।

তুমি কালে অসাড় হয়ে বসে আছো
আছে কি কোন উপায় মুক্তি খোজো।

অসহায় মরুক মরে যাক
মো আহম্মকি মরিলে কে করিবে এবাদ?

আমি ঘরমুখী বের হবোনা বাহিরে
কোনমতে এবাদে কাটিবে আচ যেন না লাগে শরীরে

প্রভু বলে_ও আহম্মকি নিষ্ফল তোমার এবাদ
তুমি বের হও সত্যের নিশান নিয়ে করো জেহাদ।

যদি না করো জেহাদ বাতিলের সাথে
কঠিন আযাব আছে প্রভুর কাছে আছে দুনিয়াতে।

হেযবুত তওহীদ, সিকদার----

No comments:

Post a Comment