DESHERPATRO

Sunday, August 11, 2013

কোকাকোলা’ নামের রহস্য!!!

কোকাকোলা’ নামের রহস্য!!!
কোকাকোলা একটি জনপ্রিয় পানীয় যা আমরা কম-বেশি পান
করে থাকি। আমরা এটাও জানি যে,
কোকাকোলা কোম্পানি ইসরাইলের মালিকানাধীন এবং এ
কোম্পানি তার সব আয় ব্যয় করে মুসলিম নিধনের কাজে। কিন্তু
আমরা কি জানি, এ কোকাকোলা লেখার মাঝে কি লুকিয়ে আছে। কোকাকোলা লগোটি আপনি যদি আয়নাতে ধরেন,
তাহলে আপনি দেখতে পাবেন আসলে ওটা কি লেখা।
আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে ‘ লা মুহাম্মদ
লা মক্কা’ [ ﺔﻜﻣﻻﺪﻤﺤﻣﻻ ] অর্থাৎ মুহাম্মদ এবং মক্কাকে না বলুন
বা বর্জন করুন!(নাউযুবিল্লাহ) ছবিতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে।
ছবিটা ভালভাবে দেখলে আপনিও বুঝতে পারবেন বিষয়টা।
লগোটি এমনভাবে প্যাচিয়ে গঠন করা হয়েছে, যারা আরবী বুঝেন
না তাদের বুঝতে কষ্ট হবে।
[আসুন আমরা ছবিটি নিজের ওয়ালে শেয়ার করে অথবা বন্ধুদের
ট্যাগ করে সবাইকে জানার সুযোগ করে দিই]

No comments:

Post a Comment