DESHERPATRO

Thursday, August 1, 2013

সোজা কথা সোজা উত্তর ।কঠিন কি? আল্লাহর জবাব।

সোজা কথা সোজা উত্তর ।কঠিন কি? আল্লাহর জবাব।

---—-------------------------

আল্লাহ বলেন সোজা কথা সোজা উত্তর
সেরাতুল মোস্তাকীম ফাতেহার ভিতর

আল্লাহ বলেন দীন দিয়া পাঠাইলাম রসুল
ভুল দীন ভেংগে করিবে প্রভুর কাম উসুল

সোজা কথা সোজা উত্তর ফতোয়া দিলো কে
যারা করিলো ইহা লা'নত তাদের প্রত্যেককে ।

দুনিয়া আমার বিধান আমার। 
কেন চলিবে সৃষ্টির বিধান এ সাধ্য কার?

আমি দিলাম শান্তি এসলাম
তাহা তোমরা করিলে নিলাম?

রাষ্ট্রে যদি নাই চলিলো মোর বিধান
লাভ হলো কি নুর ৫৫ দিয়ে ,মানো অন্যের নিশান।


আরও লাভ হলো কি ফাতাহ আঠাশ দিয়া

তবুও করিবে না প্রভুর বিধান প্রতিষ্ঠা ?

মায়েদা 44  না  মানিয়া অন্যের বিধান মানিবে

তাহলে কাফের হইয়া জাহান্নামে যাবে।


তোমরা উথিত হবে  তাহাদের সাথে
জীবনভর প্রভু বাদে যাহাদের অনুকরন করিতে।

যদি তুমি না করো উহাদের বিরুদ্ধে লড়াই
তোমার জন্য রেখেছি উত্তপ্ত আযাবের কড়াই।

কিছু মানো কিছু মানোনা কি বেশি বুঝ
তাহলে ইহ ও পরকালে মহা আযাব খোজ।

যদি না করো প্রতিষ্ঠা আমার বিধান
তাহলে মনে রেখ অন্য জাতির অপমান ।

যেমন ইহুদীদের দেইনি রেহাই
তোমরা গোজামিল দিয়ে যাবে কোথায়?

আজ খাচ্ছ অন্যের লাথি
কয়দিন পর থাকবে মোসলেম জাতি

থাকবে কেমনে নিয়েছো পাশ্চাত্যনীতি

নাস্তিক হইতে বাধ্য আরো বস্তুবাদী 

নিজের বিধান কোরান থাকিতে
কেন মানো অন্যের বিধান প্রতিবাদ না করে?

কেন তোমাদের রাসুল কি মানিতো অন্যের বিধান
দুদান্ত ছিলো তার তেজ অধেক দুনিয়াই তার প্রমান

যা ছিলো রক্ষা না করে
বসে খেলে কুড়ে কুড়ে।

আর কয়দিন পর সামনে তুমি নিজে
বাতাসের বেগে উড়ে যাবে পাওয়া যাবেনা খুজে।

আল্লাহর বিধান নেই আজ কোথাও
দাজ্জাল দিচ্ছে বিধান তুমি কি জাহান্নাম চাও

ভেবে কি দেখনা তুমি
প্রভুর বিধান তাহারই ভুমি

যদি না করো জেহাদ মোমেন কিভাবে
সন্দেহ থাকিলে দেখো হুজুরাতে

অসহায় নারী পুরুষ চায় অভিভাবক
তুবও তোমার হুশ নেই তুমি কি নও আগন্তুক

যদি তুমি না বের হও তাদের সাহায্যে
নিষ্ফল তোমার সকল এবাদ,তুমি যাবে জাহান্নামে।

হেযবুত তওহীদ,   সিকদার----

No comments:

Post a Comment