চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে।
ছওবান (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
ﻻَ ﺗَﺰَﺍﻝُ ﻃَﺎﺋِـﻔَﺔٌ ﻣِﻦْ ﺃُﻣَّﺘِﻰ ﻇَﺎﻫِﺮِﻳْﻦَ ﻋَﻠَﻰ ﺍﻟْﺤَﻖِّ ﻻَ ﻳَﻀُﺮُّﻫُﻢْ ﻣَﻦْ ﺧَﺬَﻟَﻬُﻢْ ﺣَﺘَّﻰ ﻳَﺄْﺗِﻰَ ﺃَﻣْﺮُ ﺍﻟﻠﻪِ ﻭَ ﻫُﻢْ ﻛَﺬَﺍﻟِﻚَ -
‘চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না এমতাবস্থায় কেয়ামত এসে যাবে, অথচ তারা ঐভাবে থাকবে’। (ছহীহ মুসলিম
‘ইমারত’ অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-৫৩, হা/১৯২০)
আল্লাহ্ যেন কুর'আন ও সহীহ হাদিস মেনে চলার আকাক্ষা, প্রচেষ্টার কারনে আমাদেরকে সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করে দেন, আমিন ।
No comments:
Post a Comment