DESHERPATRO

Wednesday, July 31, 2013

চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে।

চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপর বিজয়ী থাকবে।

ছওবান (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,

ﻻَ ﺗَﺰَﺍﻝُ ﻃَﺎﺋِـﻔَﺔٌ ﻣِﻦْ ﺃُﻣَّﺘِﻰ ﻇَﺎﻫِﺮِﻳْﻦَ ﻋَﻠَﻰ ﺍﻟْﺤَﻖِّ ﻻَ ﻳَﻀُﺮُّﻫُﻢْ ﻣَﻦْ ﺧَﺬَﻟَﻬُﻢْ ﺣَﺘَّﻰ ﻳَﺄْﺗِﻰَ ﺃَﻣْﺮُ ﺍﻟﻠﻪِ ﻭَ ﻫُﻢْ ﻛَﺬَﺍﻟِﻚَ -

‘চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোন ক্ষতি করতে পারবে না এমতাবস্থায় কেয়ামত এসে যাবে, অথচ তারা ঐভাবে থাকবে’। (ছহীহ মুসলিম
‘ইমারত’ অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-৫৩, হা/১৯২০)

আল্লাহ্ যেন কুর'আন ও সহীহ হাদিস মেনে চলার আকাক্ষা, প্রচেষ্টার কারনে আমাদেরকে সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করে দেন, আমিন ।

No comments:

Post a Comment