এসলামই যে জায়গায় নেই সেই যায়গায় প্রতিষ্টিত তো দুরের
কথা এরা কে সিয়া কে বিয়া, , কার ইজ্জত নাই ইত্তাদি ফিত্যাদি।
যারা আল্লাহর নাযেলকিত আয়াত দারা বিচার করেনা তারা কাফের
(মায়েদা 44)
তাই লে তোমরা মহা মোসলেম তোমরা মানো ইহুদী-খ্রিস্টান এর আইন
আর মারামারি করো নিজেদের মধ্যে তোমরা নিজেরাই কাফের।
কারন তোমরা অই আইন ধ্বংস করবে তা বাদ দিয়া নিজেদের
মধ্যে মারামারি করো।
রাসুলুল্লাহ আসলেন কেন?(ফাতাহ 28)
তোমরা কর কি?
সাহাবারা যত না ইজ্জত হারা হইছে, তোমার আমার আল্লাহ তার
চেয়ে বেশি ইজ্জত হারা হইছে ইবলিসের চেলেনজে। কারন বিশাস
করো আল্লাহ কে মানো ইহুদী-খ্রিস্টান এর আইন /দাজ্জালের আইন।
তাইলে এর চেয়ে ইজ্জত হারা ওপমান আছে? আল্লাহ তোমাদের
দিয়ে কি করবে?
কাজেই তোমরা জাহান্নামী।
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Sunday, July 28, 2013
নিজেরাই মারামারি তে ব্যস্ত, ছি!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment