DESHERPATRO

Sunday, July 28, 2013

নিজেরাই মারামারি তে ব্যস্ত, ছি!!

এসলামই যে জায়গায় নেই সেই যায়গায় প্রতিষ্টিত তো দুরের
কথা এরা কে সিয়া কে বিয়া, , কার ইজ্জত নাই ইত্তাদি ফিত্যাদি।
যারা আল্লাহর নাযেলকিত আয়াত দারা বিচার করেনা তারা কাফের
(মায়েদা 44)
তাই লে তোমরা মহা মোসলেম তোমরা মানো ইহুদী-খ্রিস্টান এর আইন
আর মারামারি করো নিজেদের মধ্যে তোমরা নিজেরাই কাফের।
কারন তোমরা অই আইন ধ্বংস করবে তা বাদ দিয়া নিজেদের
মধ্যে মারামারি করো।
রাসুলুল্লাহ আসলেন কেন?(ফাতাহ 28)
তোমরা কর কি?
সাহাবারা যত না ইজ্জত হারা হইছে, তোমার আমার আল্লাহ তার
চেয়ে বেশি ইজ্জত হারা হইছে ইবলিসের চেলেনজে। কারন বিশাস
করো আল্লাহ কে মানো ইহুদী-খ্রিস্টান এর আইন /দাজ্জালের আইন।
তাইলে এর চেয়ে ইজ্জত হারা ওপমান আছে? আল্লাহ তোমাদের
দিয়ে কি করবে?
কাজেই তোমরা জাহান্নামী।

No comments:

Post a Comment