DESHERPATRO

Thursday, January 19, 2017

ইয়াজুজ মাজুজের বাস্তবিক ধারণা

প্রশ্নঃ আপনি তো মনে করেন পারমাণবিক অস্ত্রধারী আমেরিকা এবং রাশিয়াই ইয়াজুজ মাজুজ এবং তাদের পারমাণবিক ক্ষেপনাস্ত্রগুলো-ইয়াজুজ মাজুজের তীর । এখন কথা হইল আমেরিকা এবং রাশিয়া কখনো যুদ্ধে লিপ্ত হইলে তাহারা একে অপরের দিকে তীর নিক্ষেপ করিবে । কিন্তু হাদীসে তো বলা হইয়াছে ইয়াজুজ মাজুজ আকাশের দিকেও তীর নিক্ষেপ করিবে । আপনার কাছে ইহার কি ব্যাখ্যা আছে?

উত্তর:- রাশিয়াকে মাজুজ মনে করা অনেকের একটি ভুল সিদ্ধান্ত ছিল । প্রকৃতপক্ষে রাশিয়া হইলো অর্থোডক্স খ্রিষ্টান, যাদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে তাহারা মুসলমানদের প্রতি বন্ধুভাবাপন্ন এবং শুভাকাঙ্খী । আমার মতে আমেরিকানরা হইল ইয়াজুজ এবং ইউরোপীয়ানরা হইল মাজুজ । তবে রাশিয়া কেবল এশিয়ার দেশ নয়, ইহার কিছু অংশ ইউরোপের অন্তর্ভূক্ত । কাজেই বলা যায় রাশিয়ার ভিতরে কিছু সংখ্যক মাজুজ বিদ্যমান । আর তাহারাই ইয়াজুজ-মাজুজের সাথে রাশিয়ার যুদ্ধ লাগানোর উসকানী দিতেছে । সে যাক, প্রকৃতপক্ষে এখনকার দিনে যুদ্ধকৌশলের অধিকাংশই নিয়ন্ত্রিত হইয়া থাকে মহাশূণ্যে স্থাপিত মহাকাশযান বা স্প্যাস সেটেলাইট থেকে । কাজেই আসন্ন সেই মহাযুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমেরিকা এবং রাশিয়া প্রথমেই আকাশে স্থাপিত প্রতিপক্ষের সেটেলাইটগুলোকে ধ্বংস করিবার জন্য ক্ষেপনাস্ত্র (তীর) নিক্ষেপ করিবে । (সম্প্রতি চীনও ক্ষেপনাস্ত্রের আঘাতে মহাশূণ্যযান ধ্বংস করিবার পরীক্ষা চালাইয়া সফলতা লাভ করিয়াছে ।)

No comments:

Post a Comment