DESHERPATRO

Sunday, November 13, 2016

উম্মাহর আয়ু ও তেহাত্তর ফেরকা

উম্মাহর আয়ু ও তেহাত্তর ফেরকা

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) দুটি হাদিস বলেছেন, যে হাদিস গুলো সংখ্যা বিশিষ্ট  -

আমার উম্মাহর বয়স ৬০/৭০ বছর
আরেকটি ৭৩ ফেরকা ।
৬০/৭০ বছর উম্মাহর আয়ুর ব্যাপারেও একই এই যে, তার উম্মাহর ব্যক্তিগত বয়স নয়,, হাদিসে বলা হয়েছে তার উম্মাহর বয়স(উম্মাতি) ব্যক্তির নন।কত বছর? ৬০/৭০।।  মোটামুটি ৬০/৭০ বছর পর প্রকৃত উম্মতে মোহাম্মদীর মৃত্যূ হয়ে যায় জাতি নানান ভাবে বিভক্ত হয়ে যায়, মুসলিম উম্মাহ আর উম্মাহ থাকলোনা, আজও নেই।

তেহাত্তর ফেরকা বলতে আমাদের সমাজে আকিদা এটা যে তেহাত্তর ফেরকা মানেই হলো ৭০ এর পরে তিন ফেরকা, এখানে ৭২ জাহান্নামী একটা জান্নাতি ফেরকা।

রসুল (স) কোন কিছু অসংখ্য বুঝাতেই সত্তুর ব্যবহার করতেন। আরবীতে সত্তুর মানেই অনেক অনেক। ৭০ এর পরে ৩ অর্থাৎ ৭৩ ফেরকা। এই তেহাত্তর ফেরকা কি শুধু তেহাত্তর এর মধ্যে সীমাবদ্ধ বুঝিয়েছেন রসুলুল্লাহ (স) না তা নয় ৭৩ দিয়ে অসংখ্য বুঝিয়েছেন আর এর মধ্যেই একটাই জান্নাতি আর বাকীরা না'রী।  আজকে মুসলিম দুনিয়াময় দেখেন কত ফেরকা? শুধু বাংলাদেশেই দেখেন ৭৩ এর অধিক, আর বাকি দুনিয়া? আরো আরো ফেরকা।। সেই অধিক ফেরকা কে বুঝাতেই রসুলের(স) সত্তুর সংখ্যার ব্যবহার।

No comments:

Post a Comment