হিজবুত তওহীদ (হেযবুত তওহীদ) বলে, আল্লাহ হক সত্য, রাসুল (সাঃ) হক সত্য, তার আনিত দ্বীন (জীবন-ব্যবস্থা) হক সত্য। কিন্তু আল্লাহ রসুলের নামে তার দ্বীনের নামে তোমরা যা শুরু করেছো তা সত্য নয় মিথ্যা। তোমরা শুধু ইসলামে গন্ধ ছড়াচ্ছো। তাই এর একটা সীমারেখা টানা দরকার যে কোনটা প্রকৃত ইসলাম।
রসুলের (সাঃ) জীবন-ব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছিল, সুখ দিয়েছিল। আবুবক্কর, ওমর, উসমান, আলী (রাঃ) এরা সবাই খলিফাতুল মুসলিম ছিলেন। এরা একে একে অর্ধ দুনিয়া শাসন করেছেন।
আর বর্তমান ইসলাম বলে, বাপু দুনিয়ার জীবন বহুত খারাপ এটা কাফেরদের জন্য, আমাদের জন্য পরকাল আছে ওখানে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। এই যে দুনিয়াবিমুখতা এটা কোথায় থেকে সৃষ্টি হলো?
এর
পর
অনেকে মধ্যে কানাঘুষা চলছে এটা ইসলাম না। অনেকে প্রকাশ্যেই বলছেন এটা ইসলাম না
জঙ্গিদের ইসলাম ইসলাম না। আই এসের ইসলাম ইসলাম না, বা অপরাজনীতির ইসলাম, ধর্মব্যবসার ইসলাম ইসলাম না। এই যে খন্ড খন্ড ভাবে একেক জন একেক ভাবে বলছেন যে, না! এটা ইসলাম হোতে পারে না।কারণ
আল্লাহর রসুলের (সাঃ) ইসলামের উদ্দেশ্য যদি পূর্বদিক হত, এটা হয় পশ্চিম দিক। ওটা যদি উত্তর দিক হতো তবে এটা হয় দক্ষিণ দিক। আল্লাহর রসুলের ইসলাম পৌত্তলিক আরবদের যারা বংশ পরম্পরা বিবাদে লিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আর বর্তমান ইসলাম বিভিন্ন দলে আওয়ামীলীগ,বিএনপি, জামাত ইত্যাদি, ফেরকায় যেমন শিয়,সুন্নি, আহলে হাদীস ইত্যাদি। বিভিন্ন ভাবে বিভক্ত করে।
এই কথাই
যখন মহামান্য এমামুয্যামান এক লাইনে বলে দিয়েছিলেন যে, এ ইসলাম ইসলামি নয়। তখন সরাদেশে হট্ট্রগোল বেধে গিয়েছিল তার লোকদের উপর কি নির্যাতনই না চালেছিল।
কারন সবই তো ইসলামের নাম করেই করা হয়েছে। মানুষ হত্যা, মানুষ জবাই করা, মানুষকে পুরিয়ে মারা, গাড়ীতে পেট্রোল বোম মারা ইত্যাদি।
এটা শুধু দেশ ধ্বংস নয়, এটা ইসলামের ওপর একটা বিরাট আঘাত। একদিন ইসলাম বিদ্বেষীরা বলে বসবে তোমাদের ইসলামটাই খারাপ।বাদ দেও তোমাদের ইসলাম।
মহামান্য এমামুয্যামান তখনকার সার্বিক পরিস্থিতি উপলব্ধি করে তিনি ঠিকই লিখেছেন..........এ ইসলাম ইসলামই নয়। আজ তা প্রমানিত।
।
No comments:
Post a Comment