আস্তিক ও নাস্তিক হাইজ্যাকার
#আস্তিক_হাইজ্যাকার
♦মাথায় বসে ফতোয়াবাজী করছে আস্তিক ধর্ম গুরুরা♦
কোরান হাদিসের সাথে মিলিয়েই তো জঙ্গিবাদী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলছে,নইলে তো আর অনুসারী হতোনা, আর অনুসারী আছে বলেই চলছে ধ্বংসযজ্ঞ। আর অনুসারী না জুটলে তো সন্ত্রাসবাদের জন্ম হতো না। এটা বলা চলে একটা আদর্শে রুপ লাভ করেছে, এদের কথায় আকৃষ্ট হয় ধর্মপ্রাণ মানুষ, মানুষকে দ্বীনের অপব্যাখ্যা করে বুঝায় মানুষ অনুপ্রাণিত হয় আত্মঘাতী পর্যন্ত হয়ে যায়।যাকে বলে ঈমান হাইজ্যাকার(আস্তিক হাইজ্যাকার)
#নাস্তিক_হাইজ্যাকার
চান্দিতে বসে বুদ্ধি বের করছে কিভাবে বিদ্বেষী কথা বের করা যায় এভাবে চিন্তা করেন নাস্তিক ধর্ম গুরুরা (The leaders of Atheist)
এই হলো আধুনিকতা, স্রষ্টা বিরুধী মন মানসিকতা। যারা মানুষের জ্ঞান কে হাইজ্যাক করে এটা বুঝায় যে ধর্ম টর্ম ওগুলো কিছুই না ভুয়া জুজুরভয় তাই ওগুলো থেকে দুরে থাকো। আর ইদিকে ধর্ম ব্যবসায়ীরা ঈমান হাইজ্যাকার। এরাও প্রকৃত ধর্ম বুঝতে দেয় না ওরাও ধর্মবিদ্বেষী ধর্ম কুৎসা রটিয়ে মানুষকে ধর্ম বিমুখ রাখে।
মাঝে রইলো অশিক্ষিত নিরক্ষর মুর্খ জাতি এরা এও বুঝেনা তাও বুঝেনা যে যা কয় এরা তাই করে।
দুটাই জাতির জন্য বিপদজনক শক্তি।
এখন সময় এসেছে আবার এই ঈমান হাইজ্যাকার ও বুদ্ধি হাইজ্যাকার দের অনুসারীদের আবার প্রকৃত শান্তির আধার ধর্মের প্রকৃত শিক্ষা বুঝাতে হবে।এ কাজটিও এদের মাঝ থেকে এক দল মানুষদের এটা করতে হবে, কিছু সত্যান্বেষী মানুষ,সত্যান্বেষী আলেম,সত্যান্বেষী নাস্তিক, সত্যান্বেষী সকল ধর্মের গুরুরা সবাইকে মিলে হাইজ্যাকারমুলক তথ্য, কুসংস্কার, ফতোয়া মিথ্যা প্রমাণীত করে সত্য ন্যায় কায়েমের ডাক দিতে হবে।তবেই বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
নিচের যে দুটি ছবি দেখেন এ দুটি ছবি :- নোয়াখালীর সোনাইমুড়ির পোরকরা গ্রামের নিহত দুই মুসলিম ব্যক্তি। উনারা মসজিদ নির্মাণ করছিলেন। ঈমান হাইজ্যাকাররা উস্কানিমুলক বক্তব্য দিয়ে ফতোয়াবাজী করে খ্রিস্টান ফতোয়া দিয়ে গীর্জা বানাচ্ছে এই বলে ধর্মপ্রাণ মানুষকে ক্ষেপিয়ে তুলে এই দুই ব্যক্তিকে হত্যা করায় এবং পরে পুড়িয়ে মারে।
হাইজ্যাকাররা এমন সুদক্ষ যে এরা মানুষ কে কাদাতে হাসাতে পারে এবং কি হত্যাও করাতে পারে তাদের কৌশলী কথা দিয়ে অনুরুপ বিপরীত পার্টির একই অবস্থা।
সচেতন হউন এখনই।
No comments:
Post a Comment