সত্য গ্রহণ না কোরে মানবজাতির উপায় নেই।
কুরুক্ষেত্রের ধ্বংসযজ্ঞের পর যেমন নতুন শান্তিময় যুগের সূচনা হয়েছিল, নূহের (আ.) বন্যার পর যেমন নতুন সভ্যতার সূচনা হয়েছিল তেমনি এবার আল্লাহ নতুন বিশ্বব্যবস্থা বাস্তবায়নের জন্য হেযবুত তওহীদকে সৃষ্টি করেছেন। হেযবুত তওহীদ মানবজাতিকে চূড়ান্ত সত্যের দিকে আহ্বান করছে।
প্রতিটি শক্তিশালী সত্যের নিজস্ব অভিকর্ষ আছে যা শেষ পর্যন্ত মানুষকে নিজের কাছে টেনে আনবেই। বিশ্ব পরিবর্তনের সুনির্দিষ্ট সময় এসে গেছে। এখন হেযবুত তওহীদের মাধ্যমে জ্ঞানের একটি বিপুল বিস্ফোরণ ঘটবে, হেযবুত তওহীদ অন্ধকার দূর করতে মানবজাতিকে বোধের আলো প্রদান করবে। মানুষকে শেষ একটি সুযোগ দেবে রসাতল থেকে দূরে সরে সত্যের পথে অগ্রসর হবার। . হেযবুত তওহীদ মানবজাতির সামনে নতুন চিন্তাধারার উৎসমুখ খুলে দেবে যা মানবজাতিতে নতুন রেনেসাঁর সূচনা করবে ইনশাল্লাহ।
No comments:
Post a Comment