DESHERPATRO

Tuesday, November 3, 2015

মানুষ আছে কি?

মানুষ আছে কি?

নিজেরে পরিচয় দেই মানুষ
আসলে কি তাই?
আমরা আর মানুষ নাই,
আমরা ভুলে গেছি ভদ্রতা নম্রতা
ভুলে গেছি আরো মানুষের ধর্ম মানবতা।

পশু হয়েও নিজ জাতির প্রতি রয়েছে মমতা,
আজিকে মোদের শ্রেষ্ঠ জাতির বড়াই নহে
নিখিলে অশান্তি গড়ন এ যে মোদের অক্ষমতা।
শিশুর ক্রন্দন অসহায়ের আহাজারি তাহাই কহে।

শান্তি শান্তি কোরে গলা ফাটায় যারা
অশান্তির গোডাউন তাদের তরেই খাড়া।
আসিতে হবে জাগিতে হবে
ভুলিতে হবে বদলাতে হবে,
গড়িতে হবে নতুন সমাজ
বাদ দিতে হবে অসভ্য কুকাজ।

হাবিব বিন আব্দুস ছোবহান।

No comments:

Post a Comment