DESHERPATRO

Wednesday, October 7, 2015

ওরা পাক্কা অভিনেতা (কবিতা)

ওরা পাক্কা অভিনেতা

আমেরিকা বাংলার পাশে
যদি জঙ্গী আসে
উদ্দেশ্য খাবে অস্ত্র বেচে
রাশিয়াও খাটি অভিনেতা
আমেরিকাও একই কথা।
অস্ত্র দেয় আমেরিকা
কিনে জঙ্গী মরে মানবতা।
বিশ্বাস নাহি মোরে সাপের প্রতি
দুনুই জাতি সাপ করিবে মোদের ক্ষতি।

আমি বলিবার চাহি
ওহে মুসলমান নামি দামী
শুনোনা জাতি সাপের কথা,
শুনলে একুলে ওকুলে ব্যথা।
ওরা বাঁচাইবার চাহেনা মানবতা,
ভোগবিলাসে মত্ত আর চাহে ক্ষমতা।

যুদ্ধ বাঁধাইবার পারিলে
আহা কি সুযোগ যায়,
তাহাই যেন মরি মোরা-
ওরা যেন অস্ত্র বেচিবার পায়।

তুমি বাংলা ইরাক ফিলিস্তিন সিরিয়া
তুমি মরলে আমার কি
আমি খাবো তোমায় বক্ষ চিরিয়া,
আমার হবেনা যাহা আছে
আরো লাগবেই মোর ভাজে
এতেও ভরবে মোর দরিয়া।
মোরা আমেরিকা শত্রু রাশিয়া
লাভের খাতায় বন্ধু মুসলিম মারিয়া।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবহান।

No comments:

Post a Comment