বাংলার বিপদে হও খাড়া
সময় যে নেই খুব তাড়া।
তুমি বাংলার আসিতেছে ধোকা
একাত্তুরের মতন হইয়োনা বোকা।
লেবাস দেখিয়া ভুলিয়া যাইওনা
আসিয়া পড়িয়াছে মুক্তি
আসলে তা নয় এ অভক্তি।
এ কালো থাবা সব ধ্বংস করিবার
নহে সুখ নহে শান্তি নহে কিছু গড়িবার।
হে বাঙালী জাতি
কে আওয়ামেলীগ কে তাবলীগী
কে শিবির জামাতী
কে বি এনপি, কে হেফাজতী
সবই তখন দৌড়াবে আসলে পরে জঙ্গী।
সিরিয়ার যে দশা
দাত হিটকানো লোকেরও হবে সেই দশা।
খুব সুখে আছো?
সময় আসিতেছে খারাপ
আসিবেও জঙ্গী
গুড়িয়ে দেবে শহর বন্দর
আরো গ্রামীণ দৃশ্য আরো তোমার প্রার্থনালয়।
অপেক্ষায় ছিলো সিরিয়া
আসবে আসবে বলে
এসে গেলো গুড়িয়ে দিলো
পথ নাই থাকার যায়গা নাই
কোথায় যাই? থাকবো কোথায়,
হাহাকার আত্মচিৎকার
অন্যায় অবিচার।
এ নহে ইসলাম
ইসলামের নামে সন্ত্রাস
দেয়না মানুষের নিরাপত্তা দেয় ভয় আর ত্রাস।
শুনায়না আশার বাণী
শুধু বিপদের দিন গুনি।
সব ভাগা ভাগা লোকের ভঙ্গি
উটপাখির মত মাথা গুজে আছে
গা বাঁচিয়ে চলছে যে যার কাজে,
কারো খবর নাই
ভয় নাই আসবে বলে জঙ্গী।
ধ্বংস সেও হবে আমিও হবো
আসো একসাথে মুক্তির কথা কবো।
সময় কিছুটা আছে এখনো,
বাংলার ভোর টা আমরা দেখিতে চাহি
সন্ধ্যা ঘনিয়ে আসতে দেবোনা আর ত্রাহি।
সময় থাকিতে জাগিয়া উঠরে
কে কোন দল কর ভুলরে,
সব ভাই নিজেরে বাঙালী বলরে-
হাতে হাত ভয় নাহি মোরা দুর্বার
বুকে বল তেজে ভরা মন,
আসিতে দেবোনা বিশ্বাসে
মোদের নিশ্বাসে
কোন সন্ত্রাসের কালো অন্ধকার।
রাখিবে তুমি রাখিবো আমি
বাংলার মাটির মান
দামাল ছেলে বুক পেতে দাড়া
দে জাতিকে নাড়া,
আর নেই সময় এবার খাড়া।
এবারও যদি নাহি হও খাড়া
তবে তবে রবে তর কপাল পোড়া।
হাবিব বিন আব্দুস ছোবহান।
No comments:
Post a Comment