DESHERPATRO

Friday, September 25, 2015

তর হয়না হজ্জ কোরবানি নামাজ


তর হয়না হজ্জ কোরবানি নামাজ


তুমি নামে মুসলিম হেসে কুটি কুটি

হজ্জ কোরেছো কোরবানি দিয়েছো গরু দুটি,

তুমি কারো করনা তোয়াক্কা

কে বেচে রইলো আর কে অক্কা,

গরিবেরে দেখে কি লাভ

কোরবান করেছো গরু খাসি লয়েছো ভাব।

কেনোছো গরু খাসি খসেছে লাখ

যাহা দি মুছিতো গরিবের অভাব।


ছোবহান'আল্লাহ ইসলামের হয়েছে উন্নতি

এ জিকির আর নাই যখন সিরিয়া শ্মরনার্থী।

ছুটিছে আপন ঘর ছেড়ে দ্বারে দ্বারে,

কোন সে মুসলিম দেশ রুখিছে তাহারে?

জঙ্গী হয়েছে উদয় সেথায়

কাঁদিছে অসহায়

এরা নিরুপায়

ছিলো অনেক ভাগা ভাগা লোক

আজিকে তারা ভাগে কারন উদ্ভূত।


শরম লাজ তো হারাইয়ায় ফেলেছি 

কেহ আবর্জনার মত ভেসে চলেছি,

মোরা গরু জাতিতে আজি দুয়ারে

বোধগম্য নাই ইহা গযব এপারে।

তবুও গোশত খাবার লাই চলিছে কোরবানি

চলিছে হজ্জ করিবার দলে দলে রাব্বানি।


জোড়ছে বলিছে লাব্বাইক লাব্বাইক

হাজির আছি হাজির আছি 

তোমার ডাকে ওহে প্রভু ক্ষেমা করো

তোমার বান্দারা সিরিয়ায় ছুটিছে এদিকওদিক।

সেথায় পারিবোনা খোজ নিতে

ক্ষেমা চাহি জান্নাত চাহি দাও ইহাতে,


অসহায়রে দুর্ভোগে ফালাইয়ে হয় নারে তর কিছু

তর হজ্জ তর নামাজ কোন দাম নাই সব তর মিছু,

মানবের বিপদে তোদের কি কোন কাম নাই?

মানবের কল্যাণ বাদে ছুটিছো কিসের পিছু!

পুব পশ্চিমে নাহি তর পুন্য 

দুনিয়ার উপর আজি তুই জঘণ্য।

তর খবর নেবার উচিত ছিলো

আজি তুই মুখ ফেরায়ে হলি এলোমেলো।

তর সবই বৃথা মানবের তরে নাহি তর কথা

হাজার প্রার্থনা হয়না যদি নাহ বুঝ মানবের ব্যথা।


No comments:

Post a Comment