মোসলেম উম্মাহ খায়রাহ উম্মাহ
আমরা তো আদি থেকেই খায়রাহ উম্মাহ, (মোসলেম উম্মাহ, এই মানবতার কল্যাণে নিয়োজিত উম্মাহ যখনই মানব কল্যাণ থেকে বিচ্যুত হোয়েছে এবলিসের প্ররোচনায় তখনই স্রষ্টা নবী রাসুল মেসেঞ্জার অবতারগনদের (আ) আগমন ঘটিয়েছেন।)
আজকের সমাজের লোক দের বিশ্বাস( ঈমান) হলো মোমেন,মোসলেম,উম্মতে মোহাম্মাদী এর উপর, এই তিনটির মানে ঘুরে ফিরে সেই খায়রাহ উম্মাহই বুঝায়।আমরা সেই লক্ষ্যে বুঝাচ্ছি, যে আসলে আমরা তো একজাতি। এক উম্মাহ, এই তিনটার দায়িত্ব কাজ একই রকম অই উম্মাহর কাজ একই কাজ।মোহাম্মদের(দ) সৃষ্ট দল টিকে তিনি মোহাম্মদ (দ) তাই শিখিয়েছিলো,তারাও ছিলো খায়রাহ উম্মাহ, আদি কাল থেকে সবাই আজ পর্যন্তও ঐ একই উম্মাহ, মোসলেম উম্মাহ।
সেই একই কথা কোরানের সুরা আলে-এমরানের ১০৩ আয়াত সহ বহু আয়াতে আছে, যে তোমরা ভাগাভাগি দলাদলি না কোরে আল্লাহর দেওয়া রশ্মি কে শক্ত কোরে ধরো, সেই কথা আছে, সুরা আশ শুরার ১৩ নং আয়াতেও যে সব নবীর উম্মাও সেই একই খায়রাহ উম্মাহ, আমরা ভাই ভাই,সবাই, একথা আরো দেখতে পাবেন, বাইবেলের (মথি এর ১২:২৫ মধ্যে) যে জাতি নিজেদের মধ্যে ভাগ হয় সে জাতি বা সমাজ পরিবার টেকেনা।
আরো দেখতে পাবেন যে, সনাতন ধর্মগ্রন্থের (অথর্ববেদের ৩/৩০/৬-৭ শ্লোকে)
No comments:
Post a Comment