DESHERPATRO

Monday, July 20, 2015

ধীক্কার এই চাকচিক্যময় প্রতারণার জীবন ব্যবস্থাকে" লিখেছেন -মাহফুজুর রহমান পলাশ।

"ধীক্কার এই চাকচিক্যময় প্রতারণার জীবন ব্যবস্থাকে"
লিখেছেন মানবতার পক্ষে -
মাহফুজুর রহমান পলাশ

অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে যখন ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষরূপী ধর্ষককে দেখে পূর্নিমার মা ধর্ষকদের বলছিলো "বাবারা, আমার মেয়েটা ছোট তোমরা একজন একজন করে এসো, ও মরে যাবে। - >>> আমাকে একফোটা পানি দাও,তাকে বলা হল পানির বদলে শরীরের ঘাঁম খা... ( মৃত্যু পথযাত্রী সিলেটের রাজন) - >>>আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই যে-ভাবেই হোক আমাকে বাঁচাও। আমার দুধের সন্তানটার কি হবে?? (রাজনীতির আগুনে দগ্ধা হয়ে এভাবেই বাঁচার আকুতি চিৎকার করে জানিয়েছিলেন মৃত্যু পথযাত্রী গার্মেন্টস শ্রমিক শায়লা।) - >>>আমার সন্তান কে আমার বুকে ফিরিয়ে দাও!! আমি আর কখনো আসবোনা। তোমাদের পায়ে ধরি আমাকে ছেড়ে দাও..... (অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত হায়েনাদের পায়ে ধরে এভাবেই আকুতি জানিয়েছিল পহেলা বৈশাখে টিএসসির মোড়ে লাঞ্চিত বোনটি।) - >>>ওরা আমাকে দুদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষন করেছিল। হাতে ধরেছি পায়ে ধরেছি কিন্তু আমাকে তারা ছাড়েনি। বারবার আমি জ্ঞান হারেয়েছি... (বুক ভরা হাহাকার নিয়ে কেঁদে কেঁদে নালিশ করছিলো মেডিকেল কলেজে পড়তে আসা কাশ্মীরের ধর্ষিতা বোনটি।) - >>>অসভ্য কিছু ভারতীয়দের কাঁটাতারে দুদিন ধরে ঝুলেছিল আমার বোন "ফেলানী"। ( তাঁর আত্মচিৎকার এই অসভ্য মানবতার দুয়ারে কষাঘাত করেনি...) - >>>আমাদেরকে জোর করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো। এ অর্থ লিপ্সু মালিকদের ঘৃণ্য রাজনীতির বলি হলাম আমরা.... (রানা প্লাজার শ্রমিকরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চিৎকার করেছিল।) >>>>>>>>> এ কোন সভ্যতা? এ কোন সভ্য সমাজের নিদর্শন? নাকি এ হচ্ছে সভ্যতার চাদরে ঢাকা এক অসভ্য, বর্বর, জাহেলিয়াতে ভরা অশরিরী ভয়ঙ্করতম সমাজব্যাবস্থার সর্বশেষ কুলাঙ্গারতম রূপ "(চাকচিক্যময় ধোকাবাজ) দাজ্জালী ব্যবস্থা? যেখানে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবতা, মানবিক মায়া-মোহাব্বত-ভালবাসা, বিবেক-জ্ঞানকে পুরোপুরিভাবে বিষর্জন দেয়া হয়েছে। যেখানে অন্যায়, অশ্লীলতা, অপরাধ সমাজে অনুকরনীয় ও অনুসরনীয় দৃষ্টন্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  ধীক্কার এই ব্যর্থ নিকৃষ্টতম সমাজ ও জীবনব্যবস্থাকে*।

No comments:

Post a Comment