DESHERPATRO

Tuesday, June 16, 2015

এ তরীতে হবে কি ঠাই ? হাবিব বেন ছোবান।

এ তরীতে হবে কি ঠাই
হাবিব বেন ছোবান।

হে প্রভু হাদীর তরীর এক কোণে
দড়িতে ধরিয়া
ঝুলিয়া হেলিয়া ধুলিয়া
যাইবো তোমার পানে।
রাখিও প্রভু মোরে অটল
সুদৃঢ় ঐক্যে যেন না ধরে ফাটল,
রাখিও তোমার পথে
মেতে যেন উঠি বিজয়ের রথে।

সাহস জমাই বুকে
চুর্ণবিচুর্ণ করিবো পাহাড়
চাহি হইবার হুকুমের তাবেদার,
সত্যে অটল থাকিবার
সময় সুযোগ আসিবে না আর।

No comments:

Post a Comment