DESHERPATRO

Thursday, May 21, 2015

যে ইহুদি-নাসারা-হিন্দু-বৌদ্ধদের সারাদিন কাফের বলে ফতোয়া বিলিয়ে বেড়ায় মুসলমানরা, তারা ভিক্ষা না দিলে কোনো মুসলমানের পেটের ভাত জোটে না, অসুখের চিকিৎসা জোটে না।

যে ইহুদি-নাসারা-হিন্দু-বৌদ্ধদের সারাদিন কাফের বলে ফতোয়া বিলিয়ে বেড়ায় মুসলমানরা, তারা ভিক্ষা না দিলে কোনো মুসলমানের পেটের ভাত জোটে না, অসুখের চিকিৎসা জোটে না। কোনো মুসলিম দেশে সাইক্লোন হলে, সুনামি হলে, বন্যা হলে তারা ভাতের জন্য, ত্রাণের জন্য, ওষুধের জন্য, বস্ত্রের জন্য, মাথা গোঁজার আশ্রয়ের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আকুল হয়, কিন্তু তাদের জন্য আল্লাহ আকাশ থেকে মান্নাও পাঠায় না, সালওয়াও পাঠায় না। তখন তাদের হাত পাততে হয় আমেরিকার ইহুদি-নাসারার দলের কাছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন সারা পৃথিবীতে জরিপ করে দুর্নীতির বার্ষিক প্রতিবেদন দেয়, দেখা যায় দুর্নীতিতে ওপরের দিকে থাকে মুসলিম দেশগুলোর নাম। অন্য ধর্মের মানুষ দাঁত বের করে হাসে- তাহলে ব্যাপারটি হচ্ছে গিয়ে মুসলমান মানেই দুর্নীতিবাজ।
ইউনিসেফ রিপোর্ট দেয়- পৃথিবীতে সবচেয়ে বেশি শিশুমৃত্যুহার মুসলিম দেশগুলোতে। মাতৃমৃত্যুহার বেশি মুসলিম দেশগুলোতে। শিশুদের মধ্যে অপুষ্টি বেশি মুসলিম দেশগুলোতে। শিশুশ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি নারী মুসলিম দেশগুলোতে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট দেয়- সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে মুসলিম দেশগুলোতে। সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে মুসলিম দেশগুলোতে।
এই হচ্ছে বিশ্বজুড়ে মুসলমানদের অবস্থা। গত কয়েক শত বছর ধরে এইভাবে চলে আসছে। মুসলমানদের এই দুরবস্থার জন্য দায়ী কে বা কী? বাইরের অপশক্তি নিশ্চয়ই আছে। প্রতিকূলতা নিশ্চয়ই আছে। কিন্তু শুধু বাইরের দোহাই দিয়ে এত শত বছর ধরে একটি ধর্মের সব মানুষের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করা যায় না
---- জাকির তালুকদার (মুসলমানমঙ্গল)

সংগৃহীত -মোহাম্মদ শরিফুল এসলাম (সুজন) থেকে।

No comments:

Post a Comment