কাপুরুষ ভীতু হতেই হবে
এ ফেতনার যুগে।
আজিকে ফেতনার যুগে
তসবির ছড়া বুকে।
বিপদে নাহি যাই
মোর ঈমান বাঁচাই।
মরছে মরুক না
বোনের ইজ্জত যাচ্চে যাক না।
পাঁচ ওয়াক্ত পড়লেই হলো
সওয়াব নিয়ে জান্নাত পেলেই হলো।
দরকার কি বিপদে যেয়ে?
ঈমান ঠিক থাকিলে সব যাবো পেয়ে।
মা চিল্লায়ে কাদে
বোন আর্তনাদে।
তবুও মোর ঈমান বাঁচাই বলে
গোজামিলে চোখ বুজে কতদিন চলে?
উপরে ফিটফাট
লেবাস আঁটসাঁট।
ভিতরে কুৎসিত
বিপদ আকস্মিক।
মোরা আজিকে ঘরমুখী
বাহিরের বিপদ না দেখি।
কোনমতে জীবনটা কাটাতে
পারি যদি ইহকালে
মহান প্রভু দিবে মোদের
জান্নাতুল ফেরদাউস পরকালে।
হত্যা হলে হোক না
মোরা সওয়াব পেলেই সব ঠিক
বিপদ না দেখেই দেখনা
তোরা কাপুরুষ মন্ত্র পড়েছিস।
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
http://wp.me/p46jQe-cC
No comments:
Post a Comment