DESHERPATRO

Saturday, March 1, 2014

জবাবে বলো..... সিকদার হাবিব

জবাবে বলো
-------------সিকদার
ঝড়া পাতা ঝড়ে যে গেলো
তাতে কার কি হলো?
বুঝিয়া না বুঝার ভাবে
বলিতো সে সুন্দর স্বভাবে।

আজিকে দুরে সে ভালোবাসার অভাবে,
কি দোষ ছিলো তাহার বলো জবাবে?

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।

No comments:

Post a Comment