DESHERPATRO

Monday, March 3, 2014

আগে মাল পরে জান। [মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান]

আগে মাল পরে জান

কি হবে তোমার এ পয়সা কড়ি
প্রভুর কামে যদি নাইবা দিলে বাড়ি।
প্রভুর কথা কোরানময়
আগে মাল পরে জীবনক্ষয়।

মোমেন হতে গেলেই আগে মাল পরে জান
শাহাদাতের আকুল নেশায় মোমেন দেবে প্রান।
মাল ও যান দিয়ে যারাই বহির্গামী
সত্য কায়েমে তারাই উম্মতে-মোহাম্মদী।

মুখে মুখে প্রচার দেবে কি কাজে
সব না দিয়ে বসে আছো কোন সাঝে?
তোমার সম্পদ চেয়েছে প্রভু
জান্নাতের বিনিময়ে দেবেনা তবু?

ওহে মোমেন ভাই সালাম তোমায়
ঘোর অন্ধকার যেন আলোতে ভরে যায়।
তোমার জেহাদ তোমার কোরবানি
ইহকাল পরকাল তো তোমারি।

মহান প্রভুর মহান দান বুকে নিয়ে তুমি
সবি করো কোরবান পুরষ্কার দেবে অন্তর্যামী।
দুর্বার গতিতে চলিবার কথা এ বেলায়
কাফের তাগুতের ভয়ে কি কাটাবে সময় হেলায়?

শত বাধা বিপত্তি যেন দমাতে না পারে তোমায়
নসর প্রভুর দান প্রভুর সব যেন নিষাড় না হয়ে যায়।
একবার থমকে দাড়ানো আর চলবেনা
অন্যায় অবিচার হচ্ছে তা কিন্তু ভুলবেনা।

দৃঢ়তর গতি আর হবেনা থাকিবে অবিচল
দুরন্ত সৈনিকের মতই হতে হবে প্রানচঞ্চল।
প্রভু চাহে তোমার সুখ
সত্যের তরে সাহসে ভর তোমার বুক।

তুমি আর কত অস্তগামী?
অধিকার আছো তো হইবার অর্ধগামী।
মারছে তারা মরছি মোরা
উপায় কিসে সত্য ছাড়া?

তাইতো বলি হুকুম মানো তাহার
প্রভুর হুকুমে যাহার মন উদার।
অশান্ত ধরায় শান্তি চায় সবাই
তাহলে শান্তি মিলিবে কোথায়?

প্রভুর দফায় রাসুলের তরিকায়
যাহারা সত্যের তরে দাড়িয়ে নির্ভীকতায়।
সালাম তাদের অকাতরে বিলিয়ে দেবে যারাই
সত্যই সুন্দর বিচ্ছিন্ন জাতি এক হবে সত্য প্রতিষ্ঠায়।

হে মহান প্রভু যারা কোরবানি করে তোমার রাস্তায়
রহমত নাযেল করো তাদের উপর প্রশান্ত অস্থিমজ্জায়।
মোরা সত্য অতীত যা হারিয়েছি
যামানার এমামের তরে মোরা তা পেয়েছি।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।

No comments:

Post a Comment