উপদেশ গ্রহন কোরান থেকে সহজ।
কুরআন থেকে উপদেশ গ্রহন করা সহজ নাকি কঠিন?
“আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহনের জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?” (৫৪:১৭,২২,৩২,৪০)
কোরান শুধু ধর্মব্যবসায়ী আলেম মোল্লা, মুফতি, মোহাদ্দেস এরাই বুঝবে?? আর কেউ বুঝবেনা???? মহাপ্রন্ডিত হয়ে এসলামের মধ্যে হাজার ফতোয়া যোগ করে,,ফিকাহ যোগ করে এক্কেবারে শেষ কইরা দিলেন।। আর বলতেছেন যে আপনাদের মত ধর্মব্যবসায়ী দের কাছে যাওয়া লাগবে???
কেন???
আমরা আপনাদের মত এমামতি করে, ওয়াজ মাহফিল করে পয়সা খাবো??
আপনাদের চুলছেরা ফতোয়ার আল্লাহর কাছে কোন দাম নাই।। এসলাম একেবারে সহজ দীন,,
কঠিন বানাইছে কারা? বিশাল বিশাল ফতোয়ার পাহাড় যারা তেরি করছে তারা।। আজ মোসলেম ভু খন্ডে কেন এসলামিক হুকুমত আইন চলেনা? কেন চলে পাশ্চাত্যের আইন কানুন?? এই কেতাবী জ্ঞানী লোকদের কথা ছিলো এই দুনিয়ায়ময় কোরান দিয়ে শাসন করা।।। এরা কোরান শাসন করছে ফতোয়াবাজী করে।।। আগে যতটুকু কোরানের শাসন আইন ছিলো পাচ্যের মোসলেম দেশগুলি তে,, আজ তাও নেই
কেন.
।
।
।
নেই???
এই জন্য নেই যে,, কারন এরা অতি মোসলেম, মহা মোসলেম, মহা ফতোয়াবাজী,মহা প্রন্ডিত হইছে বলে।। কিন্তু শাসন????? কে করবে???
এরা মোমেন হলে দুনিয়ার শাসন দিবে আল্লাহর ওয়াদা (নুর ৫৫) কই দিছে? তাহলে কি এই ফতোয়াবাজীরা মোমেন??? অবশ্যই মোমেন নয়.. মোমেন না হলে কি? আল্লাহ বললেন কাফের (তাগাবুন ২)
আল্লাহ বলেন কোরান থেকে উপদেশ গ্রহন সহজ, এরা বলে না কঠিন। আর যাহারা কোরান অমান্য করিলো তাহারা কাফের নাতো কি? মোমেন???
এই শাসন ক্ষমতা কাদের দিবেন আল্লাহ ফতোয়াবাজী যারা তাদের না যারা মোমেন???? যারা এসলাম কে ফতোয়াজী কোরে কঠিন করে, কোরানের হুকুম অমান্য করে চলে, ফতোয়া মেনে চলে আসমানি কেতাব বাদে তারা কারা??? তারা কাফের না তো কি??? কাফের হইলে,, কি কোন আমল কবুল হয়???
মোমেন হলে শাসন ক্ষমতা আসবেই এটা আল্লাহর ওয়াদা,, প্রমান ১৪০০ বছর আগে।
কিন্তু আজ ১৪০০ বছর পার হইলো খেলাফত নাই, আরো ধবংস হইছে।। চুলছেরা ফতোয়াবাজীদের কারনে,, । মানে মোমেন নয় আপনারা,, আপনারা একটা পথভ্রষ্ট একটা ফতোয়াজী জাতি মাত্র, অন্য কিছুই না।। অর্থাৎ জাহান্নামী আল্লাহর হুকুম অমান্যের কারনে।।
আল্লাহ আপনাদের হেদায়াহ নছিব করুক,সত্য বুঝার তওফীক দিক,ধর্মব্যবসায়ী অর্থাৎ গোমরাহী ছেড়ে সত্যে আসার তওফীক দান করুক।(আমিন)
No comments:
Post a Comment