DESHERPATRO

Thursday, January 9, 2014

দাও খুলে দাজ্জালের মুখুশ

দাও খুলে দাজ্জালের মুখুশ
সিকদার হাবিব.....

মোমেন তুমি ঘরে থেকোনা বসে
চারদিকে হাহাকারে দুনিয়া কাদে

তোমার জান মাল বিধাতা নিয়েছে কিনে
তুমি করো সংগ্রাম সত্যের,সুখ রয়েছে তোমার জন্যে

তুমি কি চাহ না হে মোমেন জীবন দিতে
মহান প্রভুর খুশির জন্য দু:খীর আর্তনাদে?

তুমি বিজয়ী মিথ্যা ধবংসে তুমি নির্ভীক
যত আসুক বাধা তুমি সেই সাহসী সৈনিক।

প্রভু তোমার সহায় ভয় পেয়ো নাকো
থেকোনা বসে তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়ো।

সত্য হাজির তোমার সামনে তুমি কি বুঝনা
গোমরাহী তো ধবংস হইবার নজির কি দেখনা?

তুমি সত্যিই সৌভাগ্যবান পেয়েছো মহাসত্য
এরপরেও সহসা জড়তা তোমায় করিবে দুর্ভাগ্য

তুমি অটল নও ভীতু তুমি নও নিষ্কুলুষ
দাও খুলে দাও দাজ্জালের মুখুশ

যত বাধা আছে ধরার বুকে দাও ভেংগে
যালিমের অত্যাচার আর নয় মোরা এক সংগে।

আর কত জড়তা রাখবে তোমায় ঘরে বসিয়ে
তবুও তুমি বের হও তুমি মোমেন এই পরিচয়ে ।

দাজ্জাল কুড়ে খেয়েছে তোমার অতীত বর্তমান
খাবে ভবিষ্যৎ তরুন তুমি বলো চাই আল্লাহর বিধান।

সবশেষ দাজ্জালের দাবানলে
তবুও কি তুমি বের হবেনা দুনিয়া জলছে অনলে

যাও একটু পানি নিয়া হাহাকারে যে মরে
হাজার এবাদ তোমার নেবে কি প্রভু সারে?

মরার ফাদ পেতেছে দাজ্জাল ধরার বুকে
কই তুমি মোমেন নির্ভীকতায় ভেংগে দাও তাকে।

হেযবুত তওহীদ, সিকদার-----

No comments:

Post a Comment