দুনিয়ার কোথায় সেই বায়াত?
===============
ঈমানদার নারীরা কিসের চুক্তিকে কলেমার বায়াত নিবে দেখুন আল্লাহর নির্দেশ -
সুরা মুমতাহিনাহ আয়াত 12
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺇِﺫَﺍ ﺟَﺎﺀﻙَ ﺍﻟْﻤُﺆْﻣِﻨَﺎﺕُ ﻳُﺒَﺎﻳِﻌْﻨَﻚَ ﻋَﻠَﻰ ﺃَﻥ ﻟَّﺎ ﻳُﺸْﺮِﻛْﻦَ ﺑِﺎﻟﻠَّﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻭَﻟَﺎ ﻳَﺴْﺮِﻗْﻦَ
ﻭَﻟَﺎ ﻳَﺰْﻧِﻴﻦَ ﻭَﻟَﺎ ﻳَﻘْﺘُﻠْﻦَ ﺃَﻭْﻟَﺎﺩَﻫُﻦَّ ﻭَﻟَﺎ ﻳَﺄْﺗِﻴﻦَ ﺑِﺒُﻬْﺘَﺎﻥٍ ﻳَﻔْﺘَﺮِﻳﻨَﻪُ ﺑَﻴْﻦَ ﺃَﻳْﺪِﻳﻬِﻦَّ ﻭَﺃَﺭْﺟُﻠِﻬِﻦَّ ﻭَﻟَﺎ
ﻳَﻌْﺼِﻴﻨَﻚَ ﻓِﻲ ﻣَﻌْﺮُﻭﻑٍ ﻓَﺒَﺎﻳِﻌْﻬُﻦَّ ﻭَﺍﺳْﺘَﻐْﻔِﺮْ ﻟَﻬُﻦَّ ﺍﻟﻠَّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻏَﻔُﻮﺭٌ ﺭَّﺣِﻴﻢٌ
অর্থ -
হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ
করে যে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না,
চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের
সন্তানদেরকে হত্যা করবে না, জারজ সন্তানকে স্বামীর ঔরস
থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবী করবে না এবং ভাল
কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন
এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়
আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু।
হেযবুত তওহীদে বায়াত গ্রহন করুন সত্যদীন প্রতিষ্ঠায় সহযোগী হউন।(আমিন)
No comments:
Post a Comment