DESHERPATRO

Wednesday, January 15, 2014

বর্তমানের নামদারী আলেম মোল্লাদের পিছনে সালাহ হয় কিভাবে?

বর্তমানের নামদারী আলেম মোল্লাদের পিছনে সালাহ হয় কিভাবে?
কোর-আন এর আয়াত বিক্রি করে কারা খায়?

দেখুন আল্লাহ কি বলেন -
"আল্লাহ কেতাবে যা নাযেল করেছেন
তাহা যারা গোপন করে এবং উহার বিনিময়ে অল্প মুল্য (টাকা পয়সা,হাদিয়া) গ্রহন করে ,তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছই ঠুকায় না। আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, না তাদের পবিত্র করা হবে।বস্তুত তাদের জন্য আছে বেদানাদায়ক আযাব।(বাকারা 174)"

কি সাংগাতিক!!!!
আচ্ছা যারা আল্লাহর আয়াত বেইচা খাচ্ছে আর সালাহ করাচ্ছে আল্লাহর নিষেধ সত্তেও, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, বতমানের আলেম-মোল্লা শ্রেনী রা আল্লাহর কথা অনুযায়ী অপবিত্র ।যাদের আল্লাহ অপবিত্র বললেন (মানে পবিত্র করবেন না কারন তারা (আলেম-মোল্লা রা)আগে থেকেই অপবিত্র ।তাইলে কিভাবে সালাহ কায়েম করবেন এদের পিছনে? এ কি করে হয়? তাইলে কি আল্লাহ ভুল করে আয়াত নাযেল করে ফেলেছেন?  না বতমানের ধমব্যবসায়ী রা সঠিক? দুইটার একটা নিতে হবে। যে না নেবে আল্লাহর যুক্তি তারাই অপবিত্রদের দলে।
এটা শুধু মোল্লাদের না, ,, চুলচেরা বিশ্লেষণকারী যত গুলা আছেন সবই
এক নায়ের মাঝি। যাহোক যারা কোর-আন জানে তারাই
তো বেচতে পারে?না যারা কোর-আন সম্বন্ধে কিছুই
জানেনা তারা বেচে? ,,, এরা নামায পড়ায় মাগনা? তারাবীহ পড়ায়
মাগনা? এরা ওয়াজ মাহফিল করায় মাগনা?
যানাযা পড়িয়ে পয়সা নেয়, ,এমামতি করেও, ওয়াজ করে-
এরা বায়না কইরা তারপর যায়। ওখানে যেয়ে কি,,,,আলু পটল, মলম
বিক্রি করে ? না আল্লাহ রাসুল এর কথা, ,,কোর-আন
এরকথা বলে? ,তাইলে কি বেচলো? কেরা বেচলো? আজকের এই
তথাকথিত আলেম মোল্লারা সরাসরি আল্লাহর হুকুম
পত্যাখানকরে নিজেরা মনগড়া ফতওয়া দিয়া জনগণ
সহ, ,,বোকা বানাইয়া জাহান্নামের আগুনের
দিকে যাচ্ছে সাথে অসহায় মুর্খ মোসলেম জাতিকেও
নিয়া যাচ্ছে,এরা বুঝতেও পারতেছেনা এইজন্য যে,
এরা খাটি গোমরাহীর মধ্যে পরে আকিদা ভুলে কাফের, মোশরেক এ
পরিনত হয়ে গেছে। পড়ুন - মায়েদা ৪৪;৪৫;৪৭)...আর মোল্লা চিনার জন্য -
সুরা বাকারা 174):

No comments:

Post a Comment