DESHERPATRO

Wednesday, January 15, 2014

আমি বাংগালী- মানিনা হুকুম দাজ্জালী, কবিতা

আমি বাংগালী- মানিনা হুকুম দাজ্জালী

তুমি সাহসী বাংগালী
মানবে কি হুকুম দাজ্জালী!!!

ও বাংগালী হাজার বিভেদ মতবাদ ভুলে যাও
প্রভুর নামে কোরান সত্য এসলাম বুকে নাও

নাম হবে তোমার বাংগালী
বের হও তুমি সত্যের কাংগালী

দুনিয়ার বুকে তুমি অবজ্ঞার পাত্র
তুমি দেখিয়ে দাও ভয় পাওনা শত্রুর মিত্র,

তুমি সাহস রাখো বুকে
বাংলার বুক থেকে অন্যায় নিশ্চিহ্ন হবে।

তুমি দুর্বার তুমি সাহসী সৈনিক
তুমি কি দেখনা তোমার ভাই বোন ক্ষয় দৈনিক?

তুমি বীর তুমি রুক্ষে দাড়াও
ফেতনা দাজ্জালের তন্ত্র সরাও।

তুমি বাংগালী তুমি প্রভুর গোলাম
কেন তুমি নাস্তিক কে করিলো নিলাম?

খেলাফত তোমার দিকে চেয়ে
তবুও কেন তুমি রয়েছে অসাড় হয়ে।

নবী (দ) কহে হিন্দের পুবে
সবুজ দেশে এসলাম উথিত হবে।

কবে কবে সেই দিন কবে
এনশা'আল্লাহ সেই দিন সামনে ।

সময় এসেছে কায়েম করো সত্য এসলাম
তুমি পার পাবে শান্তি ইহ ও পরকালে হরদম

দুনিয়ায় কোথাও কহেনা বেশি এতো প্রভুর কথা
তুমি বাংগালী মতবাদ ভুলে পাবে সত্য আকিদা ।

তুমি যেন এক দেহ এক প্রান তুমি দুদান্ত
দাজ্জালের বিভক্তি ভয়ংকর বিষ করে দাও নিশ্চিহ্ন।

হেযবুত তওহীদ, সিকদার----

No comments:

Post a Comment