DESHERPATRO

Thursday, January 16, 2014

গুরাবা শব্ধের অর্থ আগন্তুক, অচেনা, অদ্ভুত।

গুরাবা শব্ধের অর্থ আগন্তুক, অচেনা, অদ্ভুত। এ সম্পর্কিত নবী মুহাম্মদ
(সঃ) এর অনেক বিখ্যাত হাদিস রয়েছে।
আবু হুরায়রা(রা) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সঃ) বলেছেনঃ ইসলাম
শুরু হয়েছিল গুরাবা ( আগন্তুক / অচেনা / আজব ) হিসেবে,
এবং এটা আবার ফিরে যাবে গুরাবা হয়ে। সুতরাং গুরাবাদের
তুবা ( সুসংবাদ ) দাও। [সহিহ মুসলিম, কিতাবুল ইমান ২৭০]
আরেকটি বর্ণনায় আছে জিজ্ঞাসা করা হয়েছিল, "হে আল্লাহর রাসুল
(সঃ), গুরাবা কারা?" তিনি (সঃ) জবাব দেন, "যারা সৎকর্মশীলতায়
দৃঢ় থাকে এমন একটা সময়ে যখন লোকজন দুর্নীতিগ্রস্ত
হয়ে যায়।" [ তাহাঊঈ, আল মুশকিল ]

No comments:

Post a Comment