গুরাবা শব্ধের অর্থ আগন্তুক, অচেনা, অদ্ভুত। এ সম্পর্কিত নবী মুহাম্মদ
(সঃ) এর অনেক বিখ্যাত হাদিস রয়েছে।
আবু হুরায়রা(রা) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সঃ) বলেছেনঃ ইসলাম
শুরু হয়েছিল গুরাবা ( আগন্তুক / অচেনা / আজব ) হিসেবে,
এবং এটা আবার ফিরে যাবে গুরাবা হয়ে। সুতরাং গুরাবাদের
তুবা ( সুসংবাদ ) দাও। [সহিহ মুসলিম, কিতাবুল ইমান ২৭০]
আরেকটি বর্ণনায় আছে জিজ্ঞাসা করা হয়েছিল, "হে আল্লাহর রাসুল
(সঃ), গুরাবা কারা?" তিনি (সঃ) জবাব দেন, "যারা সৎকর্মশীলতায়
দৃঢ় থাকে এমন একটা সময়ে যখন লোকজন দুর্নীতিগ্রস্ত
হয়ে যায়।" [ তাহাঊঈ, আল মুশকিল ]
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Thursday, January 16, 2014
গুরাবা শব্ধের অর্থ আগন্তুক, অচেনা, অদ্ভুত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment