DESHERPATRO

Wednesday, January 15, 2014

বর্তমান সিস্টেম" না", চান আল্লাহর সিস্টেম?

বর্তমান সিস্টেম" না", চান আল্লাহর সিস্টেম?
______আসাদ আলি___

আমাদের মানুষ সামাজিক জীব।সমাজবদ্ধ হোয়েই আমাদের বসবাস
কোরতে হয়।এই সমাজ একটা না একটা সিস্টেম দিয়ে পরিচালিত হয়।
হোতে পারে তা স্রস্টার দেওয়া বা নিজেদের তৈরি করা।তবে এই
সিস্টেমই ঐ সমাজের মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রন করে।একটা শিশু
যখন জন্ম নেয়,সে ঐ সিস্টেম থেকেই আস্তে আস্তে শিক্ষা লাভ করে।ঐ
সিস্টেম যেটাকে ন্যায় বলে ,ঐ শিশুটিও সেটাকে ন্যায় বোলে বিশ্বাস
করে ।আবার সিস্টেম যেটাকে অন্যায় বলে ঐ শিশু সেটাকে অন্যায়
মনে করে।অর্থাৎ,ঐ সমাজের সিস্টেম বা জীবনব্যবস্থার চিত্র শিশুর
চরিত্রে ফুটে ওঠে।
সমস্টি আর ব্যক্তি কোনটা বড়?
আমাদের জাতীয় জীবনের চলার পথ যদি ত্রুটি যুক্ত হয় তাহলে হাজার
চেষ্টা কোরলেও আমরা ব্যক্তি জীবনে ত্রুটিহীনভাবে চোলতে পারব
না।এটাই চিরাচরিত নিয়ম।
আজকে আমাদের জাতীয় জীবন পরিচালিত হোচ্ছে গায়রুল্লাহর সিস্টেম
দিয়ে যা স্বভাবতই ত্রুটিযুক্ত যার প্রমান ইতিমধ্যেই আমরা পেয়েছি।আর
তাই
এই সিস্টেমের প্রভাবে আমরা কেউই ভালো হোয়ে থাকতে পারছিনা।
আজকে আমাদের সমাজে যত অন্যায় অবিচার হানাহানি রক্তপাত
দুর্নিতী ইত্যাদি অপকর্ম হোচ্ছে তার পেছনে মুলত কে দায়ী?
যত খারাপ লোক ই হোক না কেন আপনি তার মনের খবর নিয়া দেখেন
সে ইচ্ছা কোরে খারাপ হয়নি ,তাকে খারাপ হোতে হোয়েছে।প্রচলিত
সিস্টেমে টিকে থাকার কারণে তাকে খারাপ হোতে হোয়েছে।
আজকে আমাদের দেশের স্বাধীনতার পর ৪২টা বছর কেটে গেল।এই ৪২
বছরে কত সরকার আসলো আর কত সরকার গেল।কিন্তু জনগনের ইচ্ছার
প্রতিফলন তাদের কর্মকাণ্ডে ঘটে নি।তাই দেখা গেছে কোন সরকার ই
পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি।জনগন যে শান্তি ও
নিরাপত্তা চায় তা আজ পর্যন্ত কেউই দিতে পারে নি।
তবে,সরকার কি চেষ্টা করে না?করে কিন্তু প্রচলিত এই সিস্টেমে সেই
শান্তি ও নিরাপত্তা আসার কথা অকল্পনীয়।কোন সরকার ই চায়
না যে তার দেশের মানুষ অনিরাপদ জীবন যাপন
করুক,মারামারি করুক,রক্তপাত করুক।কিন্তু ইচ্ছার চাইতে রাস্তা বড়।
আম গাছ লাগিয়ে যেমন ঐ গাছ থেকে লিচু আশা করা যায়
না তেমনি মানুষের রচনা করা সিস্টেম দিয়ে জীবন
পরিচালনা কোরে শান্তি ও নিরাপত্তা আশা করা যায় না।
শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ প্রদত্ত সিস্টেম।
আজকে আমরা যাদেরকে দুর্নীতি করতে দেখছি,অন্যায় অবিচার
কোরতে দেখছি আল্লাহর দেওয়া সিস্টেম প্রতিষ্ঠার পর এই মানুষগুলোই
একেকজন সোনার মানুষে পরিনত হবে এনশাআল্লাহ।
কাজেই ব্যক্তির চাইতে সিস্টেম বড়।

হেযবুত তওহীদ ____

No comments:

Post a Comment