DESHERPATRO

Thursday, January 16, 2014

তুমি মরছো কোন তন্ত্রের পথে?কবিতা


তুমি মরছো কোন তন্ত্রের পথে?
=====♥====♥===♥===
  ------সিকদার হাবিব-----

মোর সবই গেলো জলাঞ্জলি
আমি হলাম গনতন্ত্রের বলি।
দেখো আমারি পিছুটানে
না জানি কত আনে।

মোরে পাইলাম না ইহকাল
সুখ ছুটে গেলো মোর পরকাল।
একি করিলাম মানিয়া ভেজাল,
দংশন করিলো মোরে তন্ত্রের বিষধর কাল।

আমি না মরেছি আল্লাহর পথে
এরা সবাই তো চায় আমার পিছুটানে যেতে।
কোথা গেলে মিলিবে সুখ আমাতে
আমি যে মিশে আছি গোমরাহীতে।

যে তন্ত্রে মরেছি আমি সুখ নাহি এতে
চাও যারা ভুল পথে দাজ্জাল তন্ত্রে মরিতে।

অযথা করছি কি
তন্ত্রের পথ প্রভুর নেহি
এই পথে অন্ধকার দেহি
পিছনে মোরল আমি শান্তি চাহি।

নাহ তুমি এই পথেই থাকিবে
ভুল পথে মরিলে তুমি শহিদ বলিবে।
এ কি বলিলো আজিকে মোদের কি হবে
এতো কিছু করিলাম মোরা সবি কি জলে যাবে?

কি কুফরতন্ত্র করিলাম কায়েম মোরা
গোজামিলে প্রভুর নামে শহিদী মরা,
এ ধরায় ইজ্জত হারা অপমানে ভরা
পরপারে বলিবে প্রভু কিসে খাইছো ধরা?

নাহ মোরা আপোষে চায়েছি কায়েম করিতে এসলাম
তাহাতেও পাইলাম না ঠায় ধরাই খাইলাম।
উপায় কিসে মিলিবে হে প্রভু?
সত্যদীন কায়েমে শপথ নাও তবু।

মরি মরি জেহাদে মরি আসলে জেহাদ নাহি
আখিমেলে দেখি এ যে কুফরের দাহি।
এ দাহি আমায় জালাইলো মুক্তি কিসে?
আজিকে আমি মরি যে কুফর তন্ত্রের বিষে।

পথই তো একটা সত্যদীন কায়েমে ডাকছে সত্যপথিক
আখিমেলে দেখো চারিধারে এই পথে হেযবুত তওহীদ।
মতভেদ নাহি,অহংকার নাহি করিবার চাহি আমি
এতো সাঝে তারই যিনি মোদের অন্তর্যামী।

দীন করিবে প্রতিষ্ঠা তোমরা মতভেদ নাহি
আশ শুরায় প্রভুর হুকুম তাহা অমান্য চাহি?
আর কত হইবে তুমি বলি ভুল মানুষতন্ত্রে
এবার এসো বেরিয়ে হেযবুত তওহীদে।

সিকদার----

No comments:

Post a Comment