DESHERPATRO

Thursday, January 9, 2014

রাসুলাল্লাহ (স) এর প্রতি আল্লাহর নির্দেশ।

মুহাম্মদ (স) এর প্রতি আল্লাহর নির্দেশ।  কিন্তু আজকের ধমব্যবসায়ী আলেম মোল্লা আল্লাহ ও তার রাসুলের উল্টা চলে ধর্ম কে পুজি করে জীবন ধারণ কোরছে যাহা এসলামে হারাম।

দেখুন- আল্লাহর নির্দেশ রাসুলাল্লাহর প্রতি-
সুরা ছোয়াদ- ৮৬

ﻗُﻞْ ﻣَﺎ ﺃَﺳْﺄَﻟُﻜُﻢْ ﻋَﻠَﻴْﻪِ ﻣِﻦْ ﺃَﺟْﺮٍ ﻭَﻣَﺎ ﺃَﻧَﺎ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺘَﻜَﻠِّﻔِﻴﻦَ (86
বলুন, আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর
আমি লৌকিকতাকারীও নই।

সুরা আল-আন-আনাম- ৯০

ﺃُﻭْﻟَـﺌِﻚَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻫَﺪَﻯ ﺍﻟﻠّﻪُ ﻓَﺒِﻬُﺪَﺍﻫُﻢُ ﺍﻗْﺘَﺪِﻩْ ﻗُﻞ ﻻَّ ﺃَﺳْﺄَﻟُﻜُﻢْ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺟْﺮًﺍ ﺇِﻥْ ﻫُﻮَ ﺇِﻻَّ ﺫِﻛْﺮَﻯ
ﻟِﻠْﻌَﺎﻟَﻤِﻴﻦَ
(90(আগের নবী-রাসুলগন)
এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব,
আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিনঃ আমি তোমাদের
কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের
জন্যে একটি উপদেশমাত্র।

No comments:

Post a Comment