DESHERPATRO

Thursday, August 15, 2013

হেযবুত তওহীদ এর ডাক

হেযবুত তওহীদ এর ডাক
By নাজমুল আলম শান্ত

সারা পৃথির মানুষ আজ অন্যয় ,অবিচার,অশান্তিতে ডুবে আছে,পৃথিবীর
কোথাও আজ শান্তি নাই ,শুধু মানুষের হা হা একটু শান্তির চাই।কিন্তু শান্তি আসতেছেনা কেন? কারন মানব জাতি আজ আল্লার দেওয়া জীবন বিধান(এসলাম) বাদ দিয়ে ইহুদী-খূষ্টানদের জীবন বিধান (গনতন্ত) কে মেনে নিয়ে...... শান্তির আসা করে.।মানব রচিত আইনে পৃথিবীর ইতিহাসে কখনও শান্তি প্রতিষ্ঠীত হয় নাই, তাই এ যামানার এমাম ( The Leader of the time) জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী,হেযবুত তাওহীদ আন্দলন এর মধ্যমে তামাম দুনিয়ার মানুষ কে আল্লাহ্‌র জীবন বিধান (এসলাম) কে মেনে নেওয়ার আহব্বান
জানাচ্ছে।যারা আরো হেযবুত তওহীদ সম্পর্কে জানতে চান এই ওয়েবসাইট গুলো দেখতে পারেন।

www.tawheedprocation.org
www.hezbuttawheed.com
www.desherpatro.com

হেযবুত তওহীদ _________

No comments:

Post a Comment