DESHERPATRO

Monday, August 12, 2013

মুকসুদুল মোমেনীন,বেহেস্তী জেওর,ফাজায়েলে আমাল,পানজেগানা অজিফা,নিয়ামুল কোরান,পীরতন্ত্র বই,তাবিজ-কবজ ইত্যাদি কতিপয় বই গোমরাহীর মুল।

মুকসুদুল মোমেনীন,বেহেস্তী জেওর,ফাজায়েলে আমাল,পানজেগানা অজিফা,নিয়ামুল কোরান,পীরতন্ত্র বই,তাবিজ-কবজ  ইত্যাদি কতিপয় বই গোমরাহীর মুল।কেননা এগুলোতে এসলামের সঠিক আকিদা হতে লক্ষ কোটি মাইল দুরে।
কোরান পড়ুন জীবন গড়ুন, কোরান একদম সহজ।

হেদায়ার পথ না দেখা না বুঝা গেলে গোমরাহীর পথ বুঝা যায়। আর
হেদায়ার পথ যদি নাই দেখা যায় তারা কি? হেদায়াতের বাহিরে?

Allah নিজে বল্লেন হেদায়াত এর পথ কি?
এ কোরান মোত্তাকীদের জন্য পথপদশক (বাকারা 1)
মানে মোত্তাকী হোওয়া সত্তেও পথপ্রাপ্ত নয়।তাই আল্লাহ বোল্লেন
পথ নিদেশক মোত্তাকীদের জন্য।
এই যে বই লিখেছেন ওগুলো তে শুধু মোত্তাকী হোওয়ার জন্য লেকিন
হেয়াদাহ নেই হেদায়াহ আছে একমাত্র কোরানে।
কোরানকে আঁকড়ে ধরুন পথপ্রাপ্ত হউন।
মোমেন-(হুজুরাত 15)
রাসুলের কাজ মোমেনের কাজ (ফাতাহ 28)
এই কাজ না করলে মহা মোত্তাকী হয়েও কাফেরদের দলে (তাগাবুন 2)

হেয়াদাহ আরবী শব্দ এর অর্থ পথপদর্শক ,সঠিক দিক নির্দেশনা (Correct
Orientation) ই হলো হেয়াদাহ।
সেই সঠিক দিক কি? সেই দিক হলো রসুল (দ) কোন
দিকে চলে গেছে সেইটা হলো সারা দুনিয়ার ভুল আইন কানুন (দীন)
ভেংগে আল্লাহ প্রদত্ত দীন /আল্লাহর আইন কানুন
প্রতিষ্ঠা করে শান্তি (এসলাম)ফিরিয়ে আনা(রাসুলের কাজ
হয়ে গেলো+উম্মতের কাজ।(ফাতাহ 28;তাওবা 33;সফ 9)
না করলেই এই কাজ গোমরাহীর গোমরাহীর চুড়ান্ত
পযায়ে মহা মোত্তাকী হয়েও। যাহা এই কেতাব লিখে গোমরাহীর
জিনিস গোলা সুন্দর করে এমন ভাবে ঠুকিয়েছেন যে বুঝার উপায় নেই।
এসব বইয়ে দোয়া পড়লেই 10000000 সওয়াব তারপরেই জান্নাত,
আর কোরানে আল্লাহ বলেছেন "তোমাদের
এমনী ছেড়ে দেবো যে কে আল্লাহর রাহে যুদ্ধ করেছো আর কে করনী?
তাইলে কি হইলো দিক ঠিক হইলো মানে আপনি সঠিক পথেই আছেন ?
আর যদি এসব বই পড়ে গোমরাহী হন কোরান ছাড়া। তাইলে হেয়াদাহ
না হয়ে মোত্তাকী হইলেও গোমরাহী তাও খাটি গোমরাহী।
সারা দুনিয়ায় আজ মোসলেম মইরা যায় এরা তা দেখেনা আজ জাতির
আকিদা এই হইছে যে সবাই মরে মরুক. নিজে বাঁচলে বাপের নাম
"কাপুরুষের মতবাদ"
বতমানের জাতি কানা হতে মহা কানা -কেন এই কেতাব
যারা লিখেছেন তারা মহা কানার মন্ত্র ঠুকিয়ে দিয়ে গেছেন।
যারা কানা হতে চান তারা ওতি শীঘ্রই
উহা কিনিয়া পড়িতে থাকিবেন, পরে দেখা যাইবে যে আপনার মা -
বোন ধষিতা হইলেও আপনী বাধা দিতে সক্ষম নহি। কারন
আপনী সুবাহানাল্লাহ পড়লেই জান্নাত পাচ্ছেন। আপনার মাও বোন
বাচাতে বাঁচাতে আপনি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। ইচ্ছা মত
ধষন করুক আমাদের মা বোনদের আমেরিকারা। খালী মুকসুদ,বেহেস্ত পড়ি পড়ি,গড়ি মড়ি খান, ভুলেও আপনার ধষিতা মা বোন বাঁচাতে আসবেন না।

হেযবুত তওহীদ______

No comments:

Post a Comment