DESHERPATRO

Tuesday, July 30, 2013

তাদের কি হবে যারা দল উপদল(মাযহাব) বানাইছে?

তাদের কি হবে যারা দল উপদল(মাযহাব) বানাইছে?

আল্লাহর সুন্দর জবাব-----------
নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দলে- উপদলে (mazhabs)বিভক্ত হয়ে গেছে, তাদের সাথে আপনার(rasuler) কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে।

(সুরা আনআমঃ ১৫৯)

No comments:

Post a Comment