DESHERPATRO

Thursday, March 3, 2016

কেন ঘরে ফিরে যাও?

শান্তিতে নাই মানবজাতি,
কিলা কিলির নাই বিরতি,
লাল সবুজের বাংলাদেশে,
আমার ছেলে রক্তে ভাসে।
পাই না খুঁজে কুল কিনারা,
আসবে সকাল বলল যারা -
মায়ের কোলে যাচ্ছে ফিরে,
রবি জাগে পূব সাগরে।
_______________রিয়াদুল হাসান ( Riyadul Hassan)

আয় রে আয়
ফিরে আয়
ঘরমুখো নয়
দুঃখীর কান্না কথা কয়।
একটু ভেবে
মনকে নাড়া দে,
এখনই সময়।
সবখানে হাহাকার
ঘরমুখো অন্ধকার
দুর্বার সেনাই হবেরে দুর্জয়।
এবার আয় রে আয়
বিজয়ের দিনে আয়।
     _________হাবিব বিন আব্দুস ছোবহান

আমরা সবাই ভাই ভাই,
ঘরে গিয়ে লাভ নাই।
ফিরে এসোনা ভাই,
কাদ মিলিয়ে সংগ্রাম চালাই।
সেদিন বেশি দুরে নয়,
হতেই হবে সত্যের জয়।
জয় যখন হবে,
সেদিনই শান্ত হবে।
তুমিওতো জান্নাত চাও,
তবে কেন ঘরে রও?
______________Alomgir Boost

1 comment: